শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » পানছড়িতে ইউপিডিএফ এর সদস্য অস্ত্রসহ গ্রেফতার
পানছড়িতে ইউপিডিএফ এর সদস্য অস্ত্রসহ গ্রেফতার
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কারবারীপাড়া হতে নবদ্বীপ চাকমার ছেলে নয়ন্ত চাকমা (২৫) কে একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা এ্যামোনিশনসহ আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ২৮ এপ্রিল ভোর সাড়ে ৫টায় টা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কারবারীপাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে নয়ন্ত চাকমা (২৫) কে একটি ৭.৬২ এম এম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করে।
পানছড়ি সাব জোন হতে ক্যাপ্টেন মো. সিয়াম-এ-নূর এর নেতৃত্বে একটি বি টাইপ টহল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কারবারী পাড়ায় অভিযান পরিচালনা করে।
আটক নয়ন্ত চাকমা ইউপিডিএফ (মূল) এর চাঁদা আদায়কারী বলে সেনা সূত্রে জানা গেছে।
পরে আসামিকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।