শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল কমিটির চেয়ারম্যান এ.এস.এম আনিসুল ইসলামের সভাপতিত্বে ও গৌরিপুর জজ আদালতের সহকারী জজ মো.রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস. হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখর রঞ্জন ভদ্র, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, অডিটর অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং আইনজীবীবৃন্দ।