শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে উঁচু টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা
রাউজানে উঁচু টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এর টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে মোফাচ্ছেল নামে ২০ বছর বয়সী এক তরুন। শুক্রবার ২৮ এপ্রিল বিকেলে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে টাওয়ারে উঠে আত্মহত্যার পরিকল্পনা করেন ওই এলাকার হাসমত আলী সিকদার বাড়ির এজাহার মিয়া ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে নেমে আসেন না হয় থাকে। নেমে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লে ফায়ার সার্ভিসের গাড়িতে করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ ও সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এসে কৌশলে তাকে নামিয়ে আনতে সক্ষম হন। রাউজান থানার উপপরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন বলেন, মোফাচ্ছেলের বড়ভাই ঋণ নিয়েছিল। জামিনদার হন মোফাচ্ছেল ও তার মা। অভাবের কারণে ঋণ পরিশোধ করতে না পারায় তার মায়ের সঙ্গে এনজিও কর্মীরা অশোভন আচরণ করেন। সেকারণে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টায় ওই যুবক মোবাইল টাওয়ারে উঠেছিলেন। তাকে বুঝিয়ে কৌশলে নামিয়ে আনা হয়৷ মোফাচ্ছেল সুস্থ্য আছে বলে জানিয়েছেন তিনি। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এক যুবক মোবাইল টাওয়ারে উঠার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যান। পরে বুঝিয়ে কৌশলে তাকে নামিয়ে আনলে অজ্ঞান হয়ে পড়েন। পুলিশের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়৷