শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোরআনের হাফেজ শিক্ষায় কাজ করছে মাটিরাঙ্গা মারকাযুত তাহফীজ মাদ্রাসা
কোরআনের হাফেজ শিক্ষায় কাজ করছে মাটিরাঙ্গা মারকাযুত তাহফীজ মাদ্রাসা
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: শিক্ষার্থীদের পাগড়ী প্রদান, নতুন শিক্ষার্থীদের সবক প্রদান, কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা পুরুষ্কার প্রদান এর মধ্যদিয়ে হেফজ সমাপনী, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন করেছেন স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাটিরাঙ্গা মারকাযুত তাহফীজ মাদরাসা । শনিবার মাটিরাঙ্গা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মাদরাসার নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য ও সবক প্রদান করেন ফেনী কোর্ট মসজিদের খতীব মাওলানা মীর হোসেন কাশেমী । সবক প্রদান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ইসলামে প্রত্যেক মুসলমানকে কোরআন শিক্ষা করার বিষয়ে বলা হয়েছে । তিনি নিজ নিজ সন্তানদের হাফেজ তৈরি করার পাশাপাশি হালাল ও হারাম রোজগারের মধ্যদিয়ে জীবন যাপনের জন্য ইসলামী পরিভাষার উপর গুরুত্বারোপ করেন । নতুনপাড়া জামে মসজিদের খতীব ও ইমাম মুফতি আবদুল হান্নান জুলফিকার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি এবং গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী ওচমান গনি, মাটিরাঙ্গা দারাছুন্নাহ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আখতারুজ্জামান ফারুকী, মাটিরাঙ্গা আলীম মাদরাসার প্রিন্সিপ্যাল কাজী সলিম উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ, ফেনী বাহরুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সহ বিভিন্ন অভিভাবক, শিক্ষার্থী ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন । পরে শিক্ষার্থী ও সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় দোয়া পরেন প্রধান অতিথি সহ অন্যান্যরা।ু উল্লেখ্য যে, ইসলামের সবচেয়ে মূল্যবান শিক্ষার নাম কোরআন শিক্ষা । আর এই মুল্যবান কোনআন শিক্ষা কার্যক্রমের প্রসারে দিনরাত মেহনত করছেন মাটিরাঙ্গা মারকাযুত তাহফীজ মাদরাসা । যেখানে মানসম্মত শিক্ষক বা ওস্তাদের মাধ্যমে নিরলসভাবে পাঠদান চালিয়ে যাচ্ছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক¦ারী আক্তার হোসেন। এ বছর ৮জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন, আরো বেশকিছু হাফেজ শাখায় অধ্যয়নরত আছেন । বর্তমানে প্রায় ৬৫ জন শিক্ষার্থী রয়েছে মাদরাসাটিতে । এছাড়াও নতুন শিক্ষার্থীদের হেফজ ও নাজেরা বিভাগে ভর্তির কার্যক্রম চলমান রয়েছে । ভর্তি করাতে ইচ্ছুক আগ্রহী অভিভাবকরা আপনাদের সন্তান ভর্তি করাতে সত্তর যোগাযোগ করতে পারেন-০১৮২৪৮৮৩০৬১ ।