শনিবার ● ৬ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে বিপুল পরিমাণ মাদকসহ আটক-১
খাগড়াছড়িতে বিপুল পরিমাণ মাদকসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার ৫ মে সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম মো: ইয়ামিন আরাফাত পাটোয়ারী (২৩), পিতা:- খোকন পাটোয়ারী মাতা: জান্নাতুন ফেরদৌস সাং: উত্তর গঞ্জপাড়া, ১ নং ওয়ার্ড,ইউপি: ০৩নং গোলাবাড়ি,থানা : খাগড়াছড়ি সদর জেলা: খাগড়াছড়ি। বর্তমান ঠিকানা:- মো: আব্দুল আজিজের বাড়ি সাং: দক্ষিণ গঞ্জপাড়া, ০২ নং ওয়ার্ড,ইউপি: ০৩ নং গোলাবাড়ি,থানা : খাগড়াছড়ি সদর, জেলা: খাগড়াছড়ি জাতীয় পরিচয়পত্র নং:- ৬৯১১০৩৩৪৩৬।
খাগড়াছড়ি সদর থানাধীন দক্ষিণ গঞ্জপাড়া আসামীর ভাড়াকৃত টিনের ছাউনীযুক্ত সেমিপাকা বসতঘরের কক্ষের ভিতর খাটের উপর বসা অবস্থায় আসামীর পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেটে একটি ছোট শপিং ব্যাগের ভিতর চারটি নীল রং এর জীপারযুক্ত পলি প্যাকেটে যার প্রতি প্যাকেটের ভিতর ২০০ (দুইশত) পিস করে লালচে গোলাপী বর্ণের এ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৮০০ (আটশত) পিস যার ওজন ৮০ (আশি) গ্রাম, একটি নকিয়া মোবাইল সেট যার মডেল নং-ঞঅ-১১৭৪ এবং সিম নং-০১৬২৭৯৬৭৩০৫
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ধারা ৩৬(১) সারণীর ক্রমিক ১০ (ক), ২৬(১) একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরচালক আব্দুল হালিম রাজ তথ্যটি নিশ্চিত করেছেন।