মঙ্গলবার ● ৯ মে ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » চন্দ্রাখীল শান্তিধাম বিহারে মহান বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পুর্ণিমা উদযাপন
চন্দ্রাখীল শান্তিধাম বিহারে মহান বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পুর্ণিমা উদযাপন
স্টাফ রিপোর্টার :: শনিবার ৬মে-২০২৩ খ্রিষ্টাব্দ, ২৫৬৭বুদ্ধাব্দ , প্রাচ্যর রানী উত্তর চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার সুপরিচিত ভূজপুর থানার ঐতিহ্যবাহী চন্দ্রাখীল শান্তিধাম বিহারে ভূজপুর বৌদ্ধ পরিষদের উদোগে প্রতি বছরের ধারাবাহিকতায় শুভ বুদ্ধ পুর্নিমা উপলক্ষে ভূজপুরের আটটি বৌদ্ধ বিহারের দায়কদায়িকার পক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা, সুত্তপাঠ প্রতিযোগিতা, ভূজপুর ধর্মীয় শিক্ষায়তনের পুরস্কার ও সনদ বিতরন, গুনীজন সংবর্ধনা, ধর্মসভা, কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় তিন শতাধিক ধর্মপ্রাণ উপাসক উপাসিকার উপস্তিতিতে ধর্মীয় শোভাযাত্র উদ্ভোধন করেন মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের প্রকল্প সচিব ও ভূজপুর হরিনা অমৃতধাম বৌদ্ধবিহারের বিরাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ থেরো।
৪নং ইউনিয়ন পরিষদ ভূজপুর এর চেয়ারম্যান এইস এম শাহজাহান (শিপন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন,ভূজপুর আওয়ামী লীগের সভাপতি তাপস চন্দ্র বাবু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ফটিকছড়ি সম্মীলিত বৌদ্ধ সমাজের মহাসচিব লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল, সাবেক ইউপি সদস্য পরিমল বড়ুয়া।
বক্তব্য রাখেন অমলেন্দু বিকাশ বড়ুয়া, ভূজপুর বৌদ্ধ পরিষদের সভাপতি লায়ন রনজিত বড়ুয়া,
ভূজপুর বৌদ্ধ পরিষদের মহাসচিব সজল বড়ুয়া।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আট টি বিহারের কোমলপ্রাণ শিক্ষার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ সুত্তপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন থেরোবাদী আদর্শের নন্দিত সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাথেরো, সহযোগী বিচারক ভদন্ত কুলবংশভিক্ষু, ভদন্ত সত্যবংশ ভিক্ষু, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভদন্ত বিজয়ানন্দ থেরো, মহাসচিব উত্তর ফটিকছড়ি ভূজপুর আন্চলিক ভিক্ষু সমিতি ভদন্ত লোকশ্রী থেরো, সিংহরিয়া বোধিনিকেতন বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ থেরো, আমতলী ডঃ জ্ঞানশ্রী বিহার এর অধ্যক্ষ ভদন্ত বোধিশ্রী ভিক্ষু। অত্যন্ত চমৎকার প্রানবন্ত আয়োজনে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে একটি মহান পুণ্যানুষ্টান সুসম্পাদিত হয়।