শুক্রবার ● ১২ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে মামলায় হেরে নিজ ঘরে আগুন দিয়ে বাদিকে ফাঁসানোর চেষ্টা
ঈশ্বরগঞ্জে মামলায় হেরে নিজ ঘরে আগুন দিয়ে বাদিকে ফাঁসানোর চেষ্টা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত মামলায় হেরে গিয়ে নিজ ঘরে আগুন দিয়ে বাদি পক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে বলে বিবাদীর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার বাগড়া গ্রামের আব্দুস সমেদ তার নিজ বাড়িতে হত দরিদ্র আনোয়ারাকে স্বামীসহ থাকতে দেন। পরবর্তীততে ওই জায়গা আনোয়ারার স্বামীর নামে ভুল ক্রমে বিআরএস রেকর্ড হয়।
বিষয়টি নিয়ে এসএ খতিয়ানের মালিক আব্দুস সমেদের নাতি মহিউদ্দিন, বোরহান উদ্দিন, রুহুল আমিন বাদি হয়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ সুনানির পর গত ২৭ এপ্রিল আদালত বাদি পক্ষে ডিগ্রী প্রদান করে আদালত। আদালতের আদেশ ক্রমে গত ১১ মে বৃহস্পতিবার নাজির আবু তাহেরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাদি পক্ষের লোকজনকে জমি বুঝিয়ে দিতে গেলে বিবাদী আনোয়ারা ও তার মেয়ে আকলিমা বাদি পক্ষের উপর চড়াও হয়। এমতাবস্থায় স্থানীয় ইউপি সদস্য সুরুজ আলী উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি মিমাংশা করে দেওয়ার কথা বলে এক সপ্তাহ সময় নেন। ওই দিন রাতেই একটি ছোট্ট লাকড়ীর ঘরে আগুন লাগে। বাদি পক্ষের অভিযোগ আদালতের মামলায় হেরে গিয়ে বিবাদী পক্ষের লোকজনই নিজের ছোট্ট লাকড়ী ঘরে আগুন ধরিয়ে চিৎকার চেছামেছি শুরু করে।
বিষয়টি নিয়ে বিবাদী আনোয়ারার মেয়ে আকলিমাকে জিজ্ঞেস করলে তিনি বলেন রাতে কে বা কারা আগুন লাগিয়েছে দেখিনি। তবে বাদি পক্ষের লোকজনকে তাদের সন্দেহ হয়। বোরহান উদ্দিন ও রুহুল আমিনকে প্রতিবেশিরা ঘটনার সময় মোটর সাইকেল দিয়ে যাইতে দেখেছে।
তবে এই বিষয়টি নিয়ে এলাকাবাসী ও বাদি পক্ষের লোকজনকে জিজ্ঞেস করলে তারা জানান, ঘটনার দিন বোরহান উদ্দিন কিশোরগঞ্জে ও চাকুরির সুবাদে মুফতী রুহুল আমিন ঢাকায় আছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।