সোমবার ● ১৫ মে ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » নবাগত জেলা প্রশাসক সহিদুজ্জামান মতবিনিময় করলেন মাটিরাঙ্গায়
নবাগত জেলা প্রশাসক সহিদুজ্জামান মতবিনিময় করলেন মাটিরাঙ্গায়
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান মাটিরাঙ্গা উপজেলায় মতবিনিময় সভা করেছেন । সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো:হানিফ হাওলাদার । এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাস, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি, নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ।
মাটিরাঙ্গা উপজেলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ডালিম ও মিজ হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: শাহাজান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মো: শাহ আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু হেমেন্দ্র ত্রিপুরা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, হেডম্যান, শিক্ষক, এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান প্রথমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন । আর উন্নয়নকে বাস্তব রুপ দিতে হলে সবার আগে এলাকার আইন শৃংখলা স্বাভাবিকসহ বাল্য বিবাহ, মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ ও ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন । সেই সাথে মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন বিষয়ের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশা ব্যক্ত করেন ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:সহিদুজ্জামান এসএসসি পরীক্ষার কেন্দ্র ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশন করেন।