মঙ্গলবার ● ১৬ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » মজলুম জননেতা মওলানা ভাসানী গঙ্গার পানি প্রত্যাহারের ভয়াবহ পরিনতি বুঝেই ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন
মজলুম জননেতা মওলানা ভাসানী গঙ্গার পানি প্রত্যাহারের ভয়াবহ পরিনতি বুঝেই ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন
মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত মানববন্ধন - সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, তিস্তাসহ অভিন্ন নদীর পানির প্রবাহে বাংলাদেশের ন্যায্য হিস্যা কারও দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, এটা বাংলাদেশের অধিকার। অনুগত পররাষ্ট্রনীতি ও ভারত তোষণের কারণে বাংলাদেশ এখনও পর্যন্ত এই অধিকার আদায় করতে পারেনি।তিনি বলেন,বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বলি হতে পারেনা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ভারতকে তোয়াজ করে চলার নীতি কৌশলের কারণে বাংলাদেশ তার অধিকার প্রতিষ্ঠায় যোগ্যতা ও দক্ষতার সাথে কুটনৈতিক দরকষাকষি পর্যন্ত করতে পারেনি।
তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী শুরু থেকেই ভারতের পানি আগ্রাসনের ভয়াবহ পরিনতি উপলব্ধি করেছিলেন। আর সেজন্যই ফারাক্কা লং মার্চ এর ডাক দিয়েছিলেন। ১৯৭৬ এ মওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ এর প্রেক্ষিতে গংগার পানি চুক্তি সম্ভব হয়েছিল।এখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে প্রয়োজনে পানির দাবিতে আবারও লং মার্চে যেতে হবে।
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত মানববন্ধন - সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন
বাংলাদেশ পিপলস পার্টির সহসভাপতি পারভীন ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রগতিশীল ন্যাপ এর আহবায়ক পরশ ভাসানী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক কবি জামাল সিকদার প্রমুখ।
মানববন্ধনে পরশ ভাসানী বলেন, ভারতের পানি আগ্রাসনের ভয়াবহতা মোকাবেলায় সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ভারতের কাছ থেকে বাংলাদেশের হক বুঝে নেবার আহবান জানান।