বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন
ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ শ্লোাগানকে সামনে রেখে অপুষ্টিজনিত রোগব্যাধি থেকে প্রজন্মকে রক্ষাসহ সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ঈশ্বরগঞ্জের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনাসভা করা হয়। এ পুষ্টি সপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. লোপা চৌধুরীর সঞ্চালনায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল হক, বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভুইয়া, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
জনতার ঈশ্বরগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত দুই বছর ধরে নানা সামাজিক কাজ করে যাচ্ছে জনতার ঈশ্বরগঞ্জ। সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মাঝে আমের চারা বিতরণ এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে (৬জুন) মঙ্গলবার ঈশ্বরগঞ্জ মরাখলা সংলগ্ন হাইওয়ে রেষ্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা ফেরদৌস কোরাইশী টিটুর সভাপতিত্বে ও বারী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এর বিকল্প নেই। এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই মৌসুমে সবাই নিজেদের ফাঁকা জায়গায় গাছ রোপন করুন।
জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, শিশু জন্মগ্রহণ করলেই ‘জনতার ঈশ্বরগঞ্জ’ একজন নবজাতক শিশুর জন্য দুটি করে গাছ রোপন করবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান, আমজাদ হোসেন সোহেল, এডমিন ইশতিয়াক আহমেদ ইসহাক, মিজানুর রহমান, মডারেটর সুমন ফকির, মাসুদ আহমেদ, মো.মাসুম, মো.মাহবুব আলম, জুনাইদ হাসান,সাখাওয়াত হোসেন, আরিফুল হক আরিফ, আব্দুলাহ আল নোমান ও শরিফুল আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
ঈশ্বরগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সলিল সমাধি
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সলিল সমাধি ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে। বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা নজরুল ইসলাম।
জানা যায়, মায়ের সাথে খৈরাটি গ্রামে নানা মোহাম্মদ আলীর বাড়িতে বেড়াতে আসে মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের রফিকুল ইসলামের ছোট ছেলে আকিব (৭)। নানার বাড়িতে এসেই সমবয়সী খেলার সাথীদের সাথে পুকুরে গোসল করতে যায় সে। গোসল শেষে অন্য শিশুরা ফিরে আসলেও ফিরে আসেনি আকিব। পরে পরিবার ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারী চাকুরী ঘর বয়স্কভাতা বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার নামে টাকা আত্মসাৎ কারী আব্দুল কদ্দুস নামে এক প্রতারককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার রাত আট টার দিকে প্রতারককে আটক করে সোমবার আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ধৃত প্রতারক আব্দুল কদ্দুসের বাড়ি নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের মৃত ইউসুফ আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে গরীব অসহায় শ্রেণির লোকদের টার্গেট করে সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘর বয়স্কভাতা বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ডসহ বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী দেয়ার নামে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি উপজেলার মাইজবাগ এলাকার সাধুরগোল্লা গ্রামের ইদ্রিস আলীর পুত্র নাজমুল হাসানকে কৃষি অধিদপ্তরে চাকুরী দেয়ার নামে ৪হাজার টাকা হাতিয়ে নেয়। একই গ্রামের কছুমুদ্দিনে কাছ থেকে সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে ৪হাজার টাকা নিয়ে যায়। টাকা নেয়ার পর থেকে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। রোববার রাতে সাধুরগোল্লা গ্রামের হৃদয় মিয়ার কাছ থেকে টাকা নিতে মাইজবাগ বাজারে আসলে পূর্বের ভুক্তভোগীরা দেখে তাকে আটকিয়ে চাকুরী এবং ঘর কখন দিবে সে বিষয় জিজ্ঞাসা করার এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ প্রতারক আব্দুল কদ্দুসকে আটক করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ধৃত প্রতারককে আটক করে প্রতারণা মামলার আদালতে প্রেরণ করা হয়েছে।
জুয়া ও অপরাধ নির্মূলে ওসি মোস্তাছিনুর রহমানের তৎপরতায়
সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেফতার-৪৫
ঈশ্বরগঞ্জ :: সাম্প্রতিক অনলাইন জুয়া দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ দেশে যে আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যাসিনো গড়ে উঠেছে তা প্রায় অজানাই ছিল। বিশ্বের অনেক দেশে ক্যাসিনো বৈধ, কিন্তু বাংলাদেশে পুরোপুরি অবৈধ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সর্বত্র মোবাইলে মোবাইলে চলছে জমজমাট জুয়া। এতে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজ। এ উপজেলার যুবসমাজ রক্ষায় অগ্রগামী ভূমিকা পালন করছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান। সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছেন ১৯ জুয়ারিসহ ৪৫ জনকে।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজার ছোট-বড় দোকানে, খেলার মাঠে, স্কুল মাঠে বা ক্লাব ঘরে চলছে এসব জুয়া। সচেতন নাগরিকরা মনে করছে এর ফলে ছাত্র ও যুবসমাজ নষ্টের পথে যাচ্ছে। এসব জুয়াকে এখনই বন্ধ না করলে বিপথগামী হবে যুবসমাজ।
এদিকে মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিংসহ অপরাধ নির্মূলে ওসি মোস্তাছিনুর রহমানের নেতৃত্বে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গত ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চলমান বিশেষ অভিযানে হত্যা মামলা, মাদক, জুয়াসহ নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। তাদের মধ্যে জুয়া আইনে ১৯ জন, হত্যা মামলায় ১জন, মাদক মামলায় ৩ জন, চুরির মামলায় ৬জন, ৩৪ ধারায় ১১জন ও নিয়মিত মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য সহ একটি আর ওয়ান ফাইভ মোটর বাইক।
জুয়া ও অপরাধ নির্মূলে ওসি মোস্তাছিনুর রহমানের তৎপরতায় মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। পাশাপাশি নানা উদ্যোগ আর সাফল্যে প্রশংসায় ভাসছেন ওসি মোস্তাছিন। ইতোমধ্যেই নিজের ব্যক্তিগত নানা উদ্যোগে তিনি জনগণের আস্থা ও ভালবাসায় সিক্ত হয়েছেন।
২০২২ সালের ১১ মে বুধবার ওসি হিসেবে ঈশ্বরগঞ্জ থানায় যোগদান করেন পি,এস,এম, মোস্তাছিনুর রহমান পিপিএম সেবা। বর্ণাঢ্য চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের সাহসী, দক্ষ, বিচক্ষণ পুলিশ কর্মকর্তা নেত্রকোনা জেলার এক সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা গর্বিত বাবার গর্বিত সন্তান। তিনি ওসি হিসেবে শেরপুরের শ্রীবরদী থানা, জামালপুরের বকশীগঞ্জ থানা ও দেওয়ানগঞ্জ মডেল থানায় দীর্ঘ সময় সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি শ্রীবরদীতে ওসি হিসেবে দীর্ঘ ৩ বছর দায়ি়ত্ব পালনকালে সীমান্তবর্তী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ দমন সভায় ২০ বারের অধিক জেলার সেরা ওসি হিসেবে মনোনীত হন ।
ওসি মোস্তাছিনুর রহমান জানান, বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী, আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে় আনা। আমার কাছে ধনী-গরীব, রিক্সাচালকসহ সব শ্রেণী-পেশার মানুষ সমান। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং সমস্যা নিরসন না করি তাহলে কে করবে। “পুলিশ জনতার, জনতা পুলিশের” আমি এই শ্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাবো।
ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নয়জন আটক
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নয়জনকে আটক করছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে নয়জনকে আটকের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, জুয়া আইনে খৈরাটি গ্রামের মনির উদ্দিনের ছেলে মঞ্জুরুল হক, মৃত সিরাজ আলীর ছেলে আদর আলী, চরহোসেনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে রফিকুল, পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের জনাব আলীর ছেলে রফিকুল, পুলিশ আইনের ৩৪ ধারায় খৈরাটি গ্রামের হারুন অর রশীদের ছেলে রাজন মিয়া, চরশিহারী গ্রামের হারুন অর রশিদের ছেলে জাহাঙ্গীর, বুলবুল মিয়ার ছেলে রাসেল মিয়া। নিয়মিত মামলায় নান্দাইল উপজেলার সগ্রাদী গ্রামের আব্দুল গফুরের ছেলে শফিকুল ইসলাম ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল কুদ্দুস ওরফে সেলিম মিয়া।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখায় শোকজ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানাকে শোকজ করা হয়েছে।
বিষয়টি নিয়ে গণ্মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী ওই ঘটনার যথাযত কারণ জানতে চেয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানাকে শোকজ করেছেন। ওই শোকজ নোটিশে তিন কর্ম দিবসের মধ্যে তার যথাযত ব্যাখা চাওয়া হয়েছে।
জানা যায়, গত শনিবার ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার ডিউটি ছিল হাসপাতালের জরুরী বিভাগে। কিন্তু তিনি ২টায় হাসপাতালের ডিউটি রেজিষ্ট্রারে স্বাক্ষর করেই চলে যান পৌরসদরের ব্রীজ সংলগ্ন ফয়সাল মেডিসিন কর্ণারের নিজস্ব চেম্বারে। ওই সময় সরেজমিন গিয়ে তাকে চেম্বারে জিসান (৪ মাস) নামে এক শিশু রোগীর প্রেসক্রিপশন করতে দেখা যায়। প্রেসক্রিপশনে তার নামের আগে ডাঃ মোঃ সোহেল রানা এমনকি তিনি মেডিসিন, চর্ম, যৌন, মা ও শিশু এবং মানসিক রোগের বিশেষ অভিজ্ঞ বলে উল্লেখ রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি এভাবে রোগী দেখে আসছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী বলেন, হাসপাতালে চলমান ডিউটি রেখে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ উঠায় এবং এ বিষয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাবের পর তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।