বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মিতব্য রিসোর্ট উচ্ছেদ
মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মিতব্য রিসোর্ট উচ্ছেদ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মিতব্য রিসোর্ট উচ্ছেদ করেছে মিরসরাই উপজেলা প্রশাসন। উপজেলাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের অদূরে মঙ্গলবার (৫ জুন) দুপুরে খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে কৃষি জমিতে কোন প্রকারের অনুমতি ব্যতিত মাটি ভরাট করে নির্মিতব্য রিসোর্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযানকালে পূর্ব মঘাদিয়া মৌজাধীন খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে নির্মিতব্য রিসোর্টের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অবৈধভাবে রিসোর্ট নির্মাণের কাজ চলছে মর্মে জানতে পেরে সরেজমিন পরিদর্শনপূর্বক ওই জায়গার মালিককে এই ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়। কিন্তু তিনি তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যান। এমতাবস্থায় ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয় শাড়ি সহ আটক-২, দুই মাইক্রোবাস জব্দ
মিরসরা :: মিরসরাইয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ দু’জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
সোমবার (৫ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারে ফুট ওভার ব্রিজের নিচে চট্টগ্রামমুখী লেনে অভিযান চালিয়ে দু’টি হাইচ (মাইক্রোবাস) (চট্ট মেট্রো-চ-১১-৪২৫৪, চট্ট মেট্রো-চ-১১-৫৪২৫) গাড়ি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাড়ির ড্রাইভার উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে মো: সোহাগ (৩৭) ও ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের মো: নুরুল হকের ছেলে রেজাউল করিমকে (২৬)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কতিপয় চোরাকারবারি সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাত পৌনে ৩টায় মহসড়কের মিরসরাই পৌর বাজারে ফুট ওভার ব্রিজের নিচে চট্টগ্রাম মুখী অংশে অভিযান চালিয়ে দু’টি মাইক্রো হাইচ গাড়ি আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ভেতরে থাকা ৩১টি গাইডের মধ্যে ২ হাজার ৩০৫টি শাড়ী জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। শাড়িগুলো ফেনীর ছাগলনাইয়া ভারতীয় সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল।
তিনি আরো বলেন, গাড়িচালক সোহাগ এর আগেও ভারতীয় শাড়ী চোরাচালান করার সময় আমাদের হাতে আটক হয়েছিল। জেল থেকে বের হয়ে সে পুনরায় চোরা চালানে জড়িয়ে পড়ে। জব্দকৃত গাড়ি দু’টির মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। গাড়ির চালকদের আটক করা হয়েছে। চোরাচালানের সাথে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানান তিনি।
মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে নিঃস্ব ১৭ পরিবার
মিরসরাই :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে গেছে ১৭ পরিবার। রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠানালা ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মলিয়াইশ গ্রামের সওদাগরের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, সামাজিক সংগঠন দূর্বারের সদস্য ও স্থানীয়রা এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মো: সবুজ, মো: হারুন, মো: সাইফউদ্দিন, জামসেদ আলম মোবারক, মো: সেলিম, মো: নজরুল, মো: ফখরুল, মো: মামুন, মো: রনি, রিফাত হোসেন, মো: নাছির, মো: আলাউদ্দিন, সাইফুল ইসলাম, নুরের ছাপা, নুর ইসলাম, ওলি আহম্মদ ও আবদুল খালেক।
জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার মো. মামুনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির ১৭ পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো: মামুন বলেন, আমার একটি গরুর খামার আছে। গরুর জন্য ঋণ নেয়া নগদ ৭ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখন বুঝতেছি না কী করে ঋণের টাকা পরিশোধ করবো।
মিঠানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিম হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তিনি বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
তিনি আরো বলেন, অসচেতনতা এবং তীব্র তাপদাহের কারণে অনেকেই রাতে রান্না করতেছেন। এত করে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে।
উল্লেখ্য, গত রবিবার সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬ জিয়া উদ্দিন ভূঁইয়া বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে মমতাজ বেগমের ৪ কক্ষ বিশিষ্ট একটি বসতঘর।
মিরসরাইয়ে কলেজ বাস চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত
মিরসরাই :: মিরসরাইয়ে বেপরোয়া গতির কলেজ বাস চাপায় ইসরাত জাহান রিমা (১০) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (পুরাতন সড়ক) মস্তাননগর এলাকায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাস চাপায় উপজেলার হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিমা নিহত হয়।
নিহত ইসরাত জাহান রিমা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।
হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও স্কুল ছুটির পর রিমা বাড়ির উদ্দেশ্যে স্কুল ত্যাগ করে। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একটি বাস আমাদের শিক্ষার্থী ইসরাত জাহান রিমাকে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি আরও বলেন, গতবছরও একই জায়গায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আমাদের এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, মেয়েটি হাসপাতালে আসার আগে মারা যায়। মেয়েটির মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে।
জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, বাস চাপায় শিক্ষার্থী নিহতের বিষয়টি খুবই মর্মান্তিক। বুধবার আছরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইসরাত জাহান রিমার লাশ ময়না তদন্ত ছাড়া হস্তান্তরের জন্য বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাসটি শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
মিরসরাই :: মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে বিবি জোবেদা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর (উত্তর পাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।
বিবি জোবেদা ওই এলাকার রফিকুল ইসলাম প্রকাশ গিয়াস উদ্দিনের মেয়ে। সে করেরহাট পিএনজি (বিডি) লিমিটেড গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করত।
জোবেদার পারিবারিক সূত্রে জানা যায়, বিবি জোবেদার সাথে একই এলাকার একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ১০-১৫ দিন আগে ওই ছেলে তাকে একটা মোবাইল দিয়েছে কথা বলার জন্য। মঙ্গলবার রাতে তার বাবা মোবাইলটা দেখে ফেলেছে। জোবেদার বাবা মেয়েকে নির্দেশ দিয়েছেন ছেলের ঐ মোবাইল ফেরত দেয়ার জন্য। এই নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝগড়াঝাঁটি হয়।
আরো জানা যায়, সকালে মেয়ে সবার জন্য নাস্তা তৈরি করেছেন। দুপুরে তাকে একাধিকবার ডাকাডাকি করা হলেও দরজা না খোলায় পরে রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জোবেদা’র পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ নেই।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।