বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
লন্ডন :: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রবিবার, ৪ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় টায় আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের ওকস লেনের Ig2 7py বাসভবনে অনুষ্ঠিত হয়।
আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি বিগত বছরের কর্মকান্ড তুলে ধরেন এবং সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, গত ১৪ মে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সভায়, সর্বসম্মতিক্রমে গত সভার কার্যবিবরণী গৃহীত হয় । পরে সদস্যরা ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
সভায় ব্রিটিশ বাংলাদেশী সমাজের ছাত্রদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে যারা GCSE O লেভেল এবং A লেভেলে ভাল গ্রেড অর্জন করবে এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য তাদের কঠোর পরিশ্রমকে উৎসাহিত করবে এবং স্বীকৃতি দেবে।
সভায় আরসিটি সভাপতি সদস্যদের গ্রীষ্মকালীন বিনোদনের জন্য আগামী ৩০ জুলাই ক্ল্যাকটনে এক দিনের জন্য সমুদ্রে নৌ বিহার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ট্রিপে অংশ নিতে আগ্রহীদেরকে ১৫ জুনের আগে সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী বা সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমেদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। সভায় দ্রুত দাতব্য কমিশনের সাথে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনায় অংশ নেন: কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আফসার হোসেন এনাম, মোহাম্মদ ফারুক উদ্দিন, এমদাদ আহমেদ, যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনামুল হক, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মো. রফিক, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিছবাহ জামাল, সমাজ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবু তারেক চৌধুরী, আবু সোহেল, মইনুল ইসলাম, দিলু নাসের, মামুনুর রহমান, মোহাম্মদ আমিন, মোঃ মাহমুদুল হক প্রমুখ।
সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। রাত ৯টায় নৈশভোজের মাধ্যমে বৈঠক শেষ হয়।