শিরোনাম:
●   যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব ●   কাপ্তাই ৪১বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ ●   ঝটিকা মিছিল করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই ●   পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক ●   কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ●   বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু ●   অন্তর্বতীকালিন সরকারের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় : জুঁই চাকমা ●   অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ ●   পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত ●   ফটিকছড়িতে হালদা নদীতে পরে যুবকের মৃত্যু ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালো রাঙামাটি জেলা পরিষদ ●   অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ড্রাইভারকে অপহরণের ঘটনায় পিসিপির নিন্দা ●   কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি ●   সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও ●   রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব পালিত ●   ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ●   মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ●   রাউজানে ২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ১১ জুন ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কাজে লাগাতে গবেষণা ও পরিকল্পনাকে বেশী গুরুত্ব দিতে হবে : সচিব মশিউর রহমান
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কাজে লাগাতে গবেষণা ও পরিকল্পনাকে বেশী গুরুত্ব দিতে হবে : সচিব মশিউর রহমান
৪১৭ বার পঠিত
রবিবার ● ১১ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কাজে লাগাতে গবেষণা ও পরিকল্পনাকে বেশী গুরুত্ব দিতে হবে : সচিব মশিউর রহমান

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর মতবিনিময় সভা রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) নিখিল কুমার চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মশিউর রহমান এনডিসি, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আজ রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেয়ারম্যান স্বাগত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চল উন্নয়ন হলে শুধু এখানকার মানুষের উন্নয়ন হবে না বরং দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ উন্নয়নের বড় অংশীদার। তিনি আরও বলেন এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য প্রকল্পের সংখ্যা বাড়াতে হবে। বড় বড় প্রকল্প প্রস্তাব প্রণয়ন করে কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে হবে।
সচিব আরও বলেন পৃথিবী আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে। এ পরিবর্তনের সাথে নিজেদেরকে মানিয়ে চলার জন্য প্রযুক্তি ব্যবহার জানতে হবে। এমন একটা সময় আসবে প্রযুক্তি ছাড়া কিছুই করা সম্ভব হবে না। বৈশি^ক অবস্থা বিবেচনায় কৃষি খাতকে এগিয়ে নেয়া এবং উৎপাদন বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। এলক্ষ্যে সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কাজে লাগাতে গবেষণা ও পরিকল্পনাকে বেশী গুরুত্ব দিতে হবে। পরিশেষে তিনি সকলকে নিয়ে একসাথে কাজ করার আহবান জানান এবং বোর্ডের প্রতি মতবিনিময় সভা সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চেয়ারম্যান বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারি চিন্তাপ্রসূত প্রতিষ্ঠান। তাঁর জীবদ্দশায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের রূপরেখা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দিক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভিশন “উন্নত সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম” বিনির্মাণে নিরলসভাবে কাজ করছে এবং আগামীতে পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন অতীতে কি হয়েছে কি না হয়েছে সেটাকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের জন্য আমি শব্দটি পরিবর্তে আমরা শব্দটি ব্যবহার করে সকলে একসাথে আমাদেরকে কাজ করতে হবে। তিনি আরও বলেন মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইসিটি প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে এ প্রকল্পের আওতায় আউটসোসিং এর মাধ্যমে বেকার যুব-যুবমহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে অনেকে অনলাইনের মাধ্যমে আয় উপার্জন করছে। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীরা যাতে বেকার অবস্থায় বসে না থাকে সেলক্ষ্যে সহজে আয় উপার্জন করার জন্য ইনকিউবেটর চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
মতবিনিময় সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাংগঠনিক কাঠামোসহ সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং উন্মুক্ত আলোচনা হয়। এসময় বোর্ডের সার্বিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য সচবি ও সদস্য প্রশাসন মো. জসীম উদ্দিন (উপসচিব), সচিবের একান্ত সচিব মো. শফিকুর আলম, খাগড়াছড়ি ইউনিট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, বান্দরবান ইউনিট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, মো. এয়াছিনুল হক, প্রকল্প ব্যবস্থাপক (পরিকল্পনা), টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প বেগম নীলুফার নাজনীন, প্রকল্প ব্যবস্থাপক (বাস্তবায়ন ও মূল্যায়ন), টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাজেট ও অডিট অফিসার কল্যানময় চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা, সমন্বয় কর্মকর্তা মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ