রবিবার ● ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক : ৫ জন উধাও
ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক : ৫ জন উধাও
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ১৮ জন রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে যাওয়ার পথে বঙ্গবন্ধু শিল্প জোন এলাকায় এসে পৌঁছালে তাদেরকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার ১১ জুলাই ভোর ৫টার দিকে উপজেলার বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এলাকার সুপার ডাইকের দক্ষিণ পাশ থেকে আটককৃত রোহিঙ্গারা হলো মো. আলী উল্লাহ (২৫), নজুমা বেগম (২০), আবদুর রশীদ (৩০), আবদুল মজিদ (২১), সামিরা (১৯), মনসুর আলম (২৮), ছলিমা বেগম (২৬), মর্জিনা আক্তার (২২), রোকেয়া আক্তার (২১), আছমিদা (১৯), উম্মে হাবিবা (২১), সামছুননাহার (৩), ইমরান খান (৮), হামিদা বেগম (৭), মোশারাফা বেগম (৬), সামিয়া বেগম (২), মুনতাহা সুলতানা রিনা (৬), আবদুল রহমান (২)। এছাড়াও রোববার সকাল সাড়ে ৯টায় আরো ৫ জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করলে তারা পার্শ্ববর্তী উপকূল বনে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান করা হচ্ছে। জোরারগঞ্জ থানার ওসি-তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসার সময় বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এলাকায় স্থানীয়রা তাদের আটকে রাখে। পরে জোরারগঞ্জ থানা পুলিশের শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে তাদের থানায় নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল এলাকায় এসে নামে। তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এবিষয়ে জোরারগঞ্জ থানায় মামলা নং-০৮ তারিখ-১১ জুলাই-২০২১ দায়ের করে আটককৃত রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুনও একই এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে ৭ জন শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে এবং ৩০ মে ৩ দালাল সহ ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।