বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন জমা দিলেন ইরাদ
গাজীপুরে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন জমা দিলেন ইরাদ
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুরে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন জমা দিলেন চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী।
চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী তৃনমূল বিএনপি গাজীপুর জেলা সভাপতি।
বুধবার ২৯ নভেম্বর বিকাল ৪টার গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী বিএনপির সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর বড় ছেলে।
এছাড়া তিনি বিএনপি গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বড় ভাই।
গাজীপুরের এ আসন থেকে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী তৃণমূল বিএনপি থেকে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান গাজীপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসনে মোল্লা।