সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি : জনমনে আতংক
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি : জনমনে আতংক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলির ঘটনায় জনমনে আতংক দেখা দিয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়া ও রাইট ক্যাম্প এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারের সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সমর যুদ্ধ বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে তাদের গোলা বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুমের লোকালয়ে বিষ্পোরিত হয়ে বাংলাদেশীসহ একাধিক নিহত ও আহতের ঘটনা ঘটেছে। এছাড়া এরই মধ্যে বেশকয়েকটি মটরশেল ও গোলা উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল স্থানীয়দের। পরে কয়েকদিন গোলাগুলি বন্ধ থাকায় স্বস্তি ফিরেছিল সীমান্তবাসীদের মনে। তবে আজ সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ফের গোলাগুলির শব্দে কেপে উঠে ঘুমধুমের তম্বুরু এলাকা। ফলে এনিয়ে ফের আতংক দেখা দিয়েছে জনমনে। জান্তা বাহিনীর বেদখলে যাওয়া এলাকা গুলো পুনঃ দখলে নিতে এই যুদ্ধা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ঘুমধুমের স্থানীয় বাসিন্দা মামুদুল হাসান জানান, কয়েকদিন বন্ধ থাকার পর আজ সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৩৬ নম্বর সীমান্ত
পিলার সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তর থেকে ব্যাপক ভারি গোলা বিষ্পোরণের শব্দ শুনা গেছে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সকালে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলার শব্দ শুনা গেছে।তবে তিনি ইউনিয়নের বাইরে থাকায় বিস্তারিত পরে জানানো যাবে বলে জানান তিনি।