বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা
ঈশ্বরগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলাকে যানজট মুক্ত করতে মুক্তিযোদ্ধা মোড়ের চারপাশে কোন যানবাহন থামবে না, যাত্রী উঠানামায় টিএন্ডটি রোডের সামনে অবস্থিত যাত্রী ছাউনির যথাযত ব্যবহার, সিএনজি, মাহিন্দ্র সামনে ড্রাইভার ছাড়া অন্য কোন যাত্রী বসানো যাবে না, সিএনজি, মাহিন্দ্র অটোস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরিত করা, মহা সড়কের সাথে কাঁচা বাজারসহ অন্যান্য অবৈধ দোকানপাট উচ্ছেদ, পৌরসভার পক্ষ থেকে প্রচারনা চালানো সহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এই সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ বিজয় বসাক, ময়মনসিংহ বিআরটিএ এর মেকানিক্যাল এসিস্ট্যান্ড সাব্বির আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান, সার্জেন মোঃ ওয়ারেস হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রতন ভৌমিক, ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন ঈশ্বরগঞ্জ শাখার কার্যকরী সভাপতি আঃ হেকিম, সাধারণ সম্পাদক মোস্তফা, ময়মনসিংহ জেলা অটোটেম্পু সিএনজি ও মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়ন ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু প্রমুখ।
সভা শেষে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সকলকে সাথে নিয়ে মহাসড়ক পরিদর্শন করেন ও জানজট নিরসনে ছোট-বড় গাড়ি এবং অস্থায়ী দোকান মালিককে সর্তক করেন।