বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিনজনের কারাদণ্ড
মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিনজনের কারাদণ্ড
মিরসরাই (চট্গ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে এক ইউপি সদস্যসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৯ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোসলেম উদ্দিন (২৫) ও সোহরাব হোসেনকে (২১) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান বলেন, মধ্যম তালবাড়িয়ায় পাহাড়ের মাটি কেটে ইটভাটায় পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়েছে। এদের একজনকে তিন মাসের ও দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মো: সাদেক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক হিঙ্গুলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আজমনগর এলাকার এরশাদ উল্লাহ ডাক্তার বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ড্রাইভারের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে বারইয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের পাশে প্রশ্রাব করতে যায়। প্রশ্রাব শেষে উঠে রেল লাইনে উঠা মাত্র চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান জানান, ‘বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে আমার ওয়ার্ডের সাদেক মারা গেছে। দেহ থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।’
জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, ‘দুপুরে বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার আগে লাশ বাড়ি নিয়ে যায় এবং এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেনের মোবাইলে ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।