শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কলকাতার সাংস্কৃতিক খবর পদক লাভ করায় একেএম মকছুদকে অভিনন্দন
কলকাতার সাংস্কৃতিক খবর পদক লাভ করায় একেএম মকছুদকে অভিনন্দন
রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক, সাংবাদিকদের সূতিকাগার, সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদকে কলকাতার সাংস্কৃতিক খবর পত্রিকা র পদক-২০২৪ প্রদান করায় বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য হাজ্বী মুছা মাতব্বর, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশারফ হোসেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন (রোমান), দৈনিক সময়ের আলো রাঙামাটি জেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস,মিলিন্দ চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা,উদয় মারমা , প্রবীর কুমার সাহা কায়কোবাদ মিলন,কবি মোঃ নিজাম উদ্দিন, ঝুলন দত্ত সাধারণ সম্পাদক কাপ্তাই প্রেসক্লাব,প্রবন্ধকার শাওন ফরিদ,প্রিন্সিপাল মোঃ হযরত আলী, অঞ্জন দে,সাংবাদিক জিকারুল ইসলাম জিকার, সেকেন্দার হোসেন চৌধুরী, সাহিত্যেক মংক্যচুইনুয়ে,মালতিরচৌধুরী মালা সিং, অরুণ দে,জগৎ দাশ,আল্পনা চাকমা,নারী নেত্রী ঝিমি কামাল,মোঃ শাহীদুল রহমান(বিটিভি) বেতার,শ্রাবণ মাহমুদ, শিমলা ত্রিপুরা শিমু,সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু,সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল,জজ ত্রিপুরা,মাহামুদুল সোহাগ,মনোয়ারা বেগম,লোপা ত্রিপুরা,জানে আলম,সুপ্রিয় চাকমা প্রথম আলো ফটো সাংবাদিক, মনিরুজ্জামান, পুষ্পিতা খীসা চম্পা,পিয়াংকা পুতুল, সাংবাদিক অধ্যাপক শ্যামল রুদ্র, সাংবাদিক নুরুল আজম,মুজিব দীপু,অং মারমা, দিলীপ চন্দ্র দাশ, সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল, প্রিসিলা নিউইয়র্ক থেকে মনির আহমদ, মনোজ বাহাদুর গুর্খা,সাংবাদিক বিহারী চাকমা, মিকেল চাকমা, সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন প্রমূখ।