বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ইয়াবাসহ আটক-২
মাটিরাঙ্গায় ইয়াবাসহ আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ১৮০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৬ মার্চ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাটিরাঙ্গা পৌরসভার ০৯ নং ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দা মো: মকবুল হোসেন (৬০), সৈয়দ রাশেদ (৪০)কে গ্রেফতার করে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।