বুধবার ● ২০ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ছোটহরিণা ১২ বিজিবি’র পক্ষ থেকে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান
ছোটহরিণা ১২ বিজিবি’র পক্ষ থেকে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান
বরকল প্রতিনিধি :: আজ ২০ মার্চ ২০২৪ তারিখ রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউপির এ্যারাবুনিয়া বাজারে অবস্থিত আল মাদরাসাতুল ইসলামিয়া দারুসসুন্নাহ হেফজখানা ও এতিমখানায় হরিণা জোন এর পক্ষ থেকে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধিনায়ক ১২ বিজিবি ও হরিণা জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি।
এসময় আল মাদরাসাতুল ইসলামিয়া দারুসসুন্নাহ হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মোঃ নাজিম উদ্দিন এবং সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
মাদ্রাসার চলমান নির্মাণ কাজ সম্পাদনের জন্য জোন কমান্ডার ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।