বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে ৮ কেজি গাঁজসহ গ্রেফতার-১
রামগড়ে ৮ কেজি গাঁজসহ গ্রেফতার-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো: রফিকুল ইসলাম(৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় রামগড় থানার চৌকস আভিযানিক দল রামগড় থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা
কালীন গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ১নং রামগড় ইউপির ৭নং ওয়ার্ড পশ্চিম বলিপাড়া বাজারের নুর উল্ল্যাহর পান দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো: রফিকুল ইসলাম(৩৭)কে ৮কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো: রফিকুল ইসলাম দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ৪নং ওয়ার্ড বাঁচামেরুং এলাকার মৃত ওমর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামীর নিজ হেফাজতে হইতে ২টি সাদা প্লাষ্টিকের বস্তায় ৪কেজি করে ৮ কেজি নেশা জাতীয় গাঁজা কাচা মরিচ দ্বারা বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গাঁজাসহ আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।