রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মাউন্ট এভারেস্ট পর্বতারোহী বাবর আলীকে জাতীয় পাতাকা হস্তান্তর
মাউন্ট এভারেস্ট পর্বতারোহী বাবর আলীকে জাতীয় পাতাকা হস্তান্তর
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বাংলাদেশী পর্বতারোহী ডাঃ বাবর আলীকে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে অভিযান-২০২৪ এর প্রাক্কালে জাতীয় পতাকা হস্তান্তর করেছে ভার্টিক্যাল ড্রিমার্স নামের একটি পর্বতারোহী সংগঠন। এউপলক্ষে গতকাল ৩০ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিযান সমন্বায়ক ফরহান জামান ও ভার্টিক্যাল ড্রিমার্সের সাবেক প্রেসিডেন্ট শিহাব উদ্দীন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান ভার্টিক্যাল ড্রিমার্স এর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ডাঃ বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের নানান চুড়ায় অভিযান করেছেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশী হিসেবে তিনি হিমালয়ের অন্যতম চুড়া “আমা দাবলাম” (২২৩৪৯ ফুট) আরোহন করেন। ২০১৯ সালে তিনি পাঁয়ে হেটে ৬৪ জেলা ভ্রমন করেন। ২০২৩ সালে ভারতে সর্ব উত্তরের বিন্দু কাশমীর থেকে সাইকেল চালিয়ে ভারতের সর্ব দক্ষিনের বিন্দু কন্যাকুমারী পর্যন্ত গমন করেন।
এছাড়াও তিনি বিভিন্ন অ্যাডভেঞ্চার ধর্মী লেখালেখির সাথে জড়িত আছে। তার লিখা অন্যতম বই হচ্ছে “পাঁয়ে পাঁয়ে ৬৪ জেলা” “ম্যালরি ও এভারেস্ট” এবং “সাইকেলের সওয়ারি”।
আগামী ১লা এপ্রিল ২০২৪ তারিখ তিনি মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে অভিযানের উদ্দেশ্যে তিনি নেপালের উদ্দেশ্যে রওনা হবেন। পরবর্তীতে প্রথম ধাপে মাউন্ট লোৎসে ২৭৯৪০ ফুট পর্বতারোহন করবেন এবং ২য় ধাপে মাউন্ট এভারেস্ট ২৯০৩২ ফুট উঁচুতে পর্বতারোহন করবেন। সংবাদ সম্মেলন শেষে তার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।