সোমবার ● ১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ল্যাপটপসহ চোর চক্রের মূলহোতা আটক
খাগড়াছড়িতে ল্যাপটপসহ চোর চক্রের মূলহোতা আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে চোর চক্রের মূলহোতা মো. সাব্বির মিয়াকে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে সোমবার ১ এপ্রিল দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার) এক প্রেসব্রিফিং করেন।
ঘটনার বিবরণে জানাযায়,বাদী রুমি চাকমা (৪০), স্বামী সেবা চাকমা, সাং-উত্তর খবংপুড়িয়া, ১নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, ১ এপ্রিল খাগড়াছড়ি সদর থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয় বাদীর নির্মাণাধীন নতুন বসত ঘরে গত ৩০ মার্চ রাত অনুমান সাড়ে ৯টায় তারা রাতের খাবার খেয়ে তাদের বসত ঘরে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। গত ৩১ মার্চ রাত অনুমান ২টা হতে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বাদীর বসত ঘরে দরজা অথবা জানালা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে ১টি ল্যাপটপ যার মূল্য ৪ হাজার টাকা এবং ৪টি এন্ড্রয়েট মোবাইল ফোন যার মূল্য ৭০হাজার টাকা চুরি করে নিয়ে যায় । রাত অনুমান ৪ টার সময় হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে বাদী দেখিতে পান যে, তার বসত ঘরের কাপড় চোপড় এলোমেলোভাবে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। তখন বাদী তার ছেলে মেয়েদের ডেকে তাদেরকে সহ খুঁজতে গেলে ল্যাপটপ ও মোবাইল সেট ৪ টি না পেয়ে চুরির ঘটনার বিষয়টি বুঝতে পারেন।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি চুরির ঘটনার মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের প্রারম্ভে আধুনিক তদন্ত কৌশল, তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয় এর নির্দেশে ও সার্বিক তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মো. তফিকুল আলম ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে খাগড়াছড়ি সদর থানার একটি বিশেষ চৌকস দল গঠন করা হয়। মামলা রুজুর ৬ ঘন্টা পার হওয়ার পূর্বেই মামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আসামী মো. সাব্বির মিয়া (১৮), পিতা মো. নাছির হক, সাং আরামবাগ, ০৩নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা খাগড়াছড়ি সদর, জেলা খাগড়াছড়ি পার্বত্য জেলাকে বিজ্ঞানভিত্তিক তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১/৪/২০২৪ ইংরেজি তারিখ রাত অনুমান ০৩টার সময় খাগড়াছড়ি থানাধীন ০৩নং পৌর ওয়ার্ড, মুসলিম পাড়া বঙ্গবন্ধু চত্বর এলাকা হতে মামলার চোরাই যাওয়া ১ টি ল্যাপটপ ও ০২ টি মোবাইল ফোন সহ আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মো. সাব্বির মিয়া (১৮) মামলার ঘটনার দায় স্বীকার করে এবং ইতিপূর্বেও বিভিন্ন স্থানে বিভিন্ন সময় এধরনের ঘটনা ঘটিয়েছে মর্মে জানায়। মামলা তদন্ত অব্যাহত রয়েছে বলে প্রেসব্রিফিংএ জানান।