সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে রীতির্কা দেবী (২) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ সোমবার ১৫ এপ্রিল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার বাগোয়ান ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামে। পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু ওই গ্রামের সুজন দেব নাথের মেয়ে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় যুবলীগ নেতা সম্রাট দেবনাথ জানান, শিশু রীতির্কা দুপুরে খেলতে গিয়ে কোন একসময় সেই পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করলে পাশের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।