সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড
সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সোমবার (১৫ এপ্রিল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। পল্লি বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট মাধ্যমে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে তৎক্ষণাৎ তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা গেছে, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। আগুন লাগার পর থেকে কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন- অগ্নিকাণ্ডে সিলেটের অনেকই জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। আগুনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি হয়ে তা সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।