মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » গুইমারায় স্বেচ্ছাশ্রমেই চলছে কালাপানি বিহারের ছাদ ঢালাই
গুইমারায় স্বেচ্ছাশ্রমেই চলছে কালাপানি বিহারের ছাদ ঢালাই
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় এলকাবাসী ও দূর-দূরান্ত হতে আসা ভক্তদের স্বেচ্ছাশ্রমেই চলছে সাসনাল বন বিহারের ছাদ ঢালাইয়ের কাজ।
জানা যায়, ১৯৯১সালে জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে কালাপানি লক্ষ্যসি পাড়া ৫একর জায়গার উপর নির্মিত হয় কালাপানি সাসনাজাদী(ধাতু চৈত্য) বন বিহারটি। এখানে প্রতি বছর ৩উপজেলার দায়ক-দায়িকারাধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে আসে।
সরেজমিনে বিহারে গিয়ে দেখা যায়, সরকারি-বেসরকারি, দেশী-বিদেশী কোনো দাতা সংস্থা বা ধনাঢ্য ব্যাক্তির পক্ষ থেকে বিহার নির্মাণে সাহায্য-সহযোগীতা না পাওয়ায় কালাপানি টিলাপাড়া, কালাপানি, বাবুপাড়া, তবলাপাড়া, হাতিমূড়া, থলিপাড়া, খাগড়াছড়ি সদর, রামগড়, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি হতে আসা ভক্তবৃন্দসহ এলাকাবাসী কেউ রড, কেউ সিমেন্ট, কেউ বালু, কেউ ইট দিয়ে সাহায্য করছে, তাছাড়া স্থানীয় ১৪শত পরিবারের প্রায় ২হাজার ছেলে-মেয়ে, নারী-পুরুষ কায়িকশ্রমের মাধ্যমে বিহারের ১ম তলার ছাদ ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে। এখনো বিহারটির আরো ছাদ ঢালাইসহ অনেক নির্মাণ কাজ বাকি রয়েছে।
বিহারের সভাপতি কংজরী মারমা, সেক্রেটারি কংহ্লা মারমা বলেন, ৯০ফুট উচ্চতার বহুতল কালাপানি সাসনাজাদি বিহারটির প্রতিষ্ঠাতা ক্ষান্তি ওয়ারা মহাস্থবির, বাস্তবায়নে ছিলেন প্রয়াত আগাইডাইমা মহাথেরো। বিহার প্রতিষ্ঠার প্রায় ৩৩বছর পরেও সরকারি -বেসরকারি কোনো সাহায্য সহযোগীতা না পাওয়ায় এলাকাবাসীরা আজ স্বেচ্ছাশ্রমে বিহারটির ছাদ ঢালাইসহ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। ধর্মানুরাগীসহ যেকোনো প্রতিষ্ঠান নির্মাণ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলে এলাকাবাসীর কষ্ট অনেকটাই লাঘব হবে।