মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আন্তর্জাতিক » ওমানে রাউজানের যুবকের আত্মহত্যা
ওমানে রাউজানের যুবকের আত্মহত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: ওমানে নিশাত রিমন প্রকাশ বাবু (২৮) নামে রাউজানের এক যুবক আত্মহত্যা করেছেন। ১৪ এপ্রিল রবিবার দুপুরে ওমানে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত প্রবাসী বাবু উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া গ্রামের মৃত মোছাহের হোসেনের পুত্র। এ ব্যাপারে প্রবাসী বাবুর মা মনোয়ারা বেগম বলেন, গত চার বছর আগে জীবন-জীবিকা তাগিদে আমার ছেলে ওমানে পাড়ি জমান। বছর খানিক আগে বিয়ে করেন। বিয়ের কিছু সময় যাওয়া পর হতে ছেলের বউ ফোনে নিয়মিত তার প্রবাসী ছেলের সাথে ঝগড়া বিবাদ করতেন। জানা গেছে, প্রবাসী বাবু ঘটনার সময়ে ভিডিও কলে তার স্ত্রীর সাথে কথা বলছিল। সে সময়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এদিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে এসে পৌছালে সবার মাঝে শোকের ছায়া বিরাজ করে।