বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সন্দ্বীপে ২ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সন্দ্বীপে ২ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মাহমুদুল হাছান, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, বুধবার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর তত্ত্বাবধানে জেলা প্রশাসক মিলনায়তনে সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় বাচাইকালে চেয়ারম্যান প্রার্থী সদ্য মগধরা ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করা চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন জেলা পরিষদের ইজারাদার থেকে কালেকশন দুই কোটি ৮৯ লক্ষ ৮৮ হাজার টাকা বকেয়া থাকায় এবং চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুহাম্মদ জুয়েলের মনোনয়নপত্রের সাথে তথ্য গোপন থাকায় উভয়ের প্রার্থীতা বাতিল করা হয়। অবশিষ্ট ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, ও এডভোকেট নাজিম জামশেদ, ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ওমর ফারুক, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালিমা বেগম শান্তা এবং নাহিদ তন্নী লিজা।
বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা ১৮ এপ্লিল থেকে ২০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সির্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন, এবং ২১ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে, ২২ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ৮ মে ভোট গ্রহন করা হবে।