রবিবার ● ২১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » সন্দ্বীপে দুর্ধর্ষ ডাকাতি : গ্রেফতার-৫
সন্দ্বীপে দুর্ধর্ষ ডাকাতি : গ্রেফতার-৫
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপে গত ১৪ মার্চ রাতে বাউরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এটিএম শামসুল আলমের বাড়ির আকতার হোসেন মামুনের ঘরে ভয়াবহ ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত এফআইআর ভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
সর্বশেষ শনিবার বেলা ১১ টার সময় সীতাকুণ্ড থানার ভাটিয়ারী থেকে র্যাবের সহযোগিতায় আন্ত জেলা ডাকাত দলেন তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কৃতরা হলো : কালাপানিয়া ৮ নং ওয়ার্ডের মৃত মনির উদ্দিনের ছেলে রুবেল (৩৩) তার দেয়া তথ্য মতো বিকেলে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার হতে আটক করা হয় মগধরা ৬ নং ওয়ার্ডের শফিউল্লাহর ছেলে মিজানুর রহমান (৫৩) ও উড়িরচর ৬ নং ওয়ার্ডের বাহারের ছেলে সিরাজ (৪১) কে।
গ্রেফতারকৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদে মুছাপুরের ধোয়ার হাট থেকে একটি স্বর্ণের দোকান থেকে ডাকাতি করা ৯ ভরি ২ আনা স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
এছাড়া বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি, ডাকাতির পরিকল্পনা কালীন যেসব মোবাইল ফোনে কথা বলেছে ডাকাতেরা সেগুলো ও জব্দ করছে পুলিশ। ডাকাতি কালিন, ডাকাতির আগে ও ডাকাতির পরে ডাকাত দল যাদের সাথে কথা বলেছে তাদেরও একটি তালিকা তৈরি করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত রুবেলের বিরুদ্ধে চন্দনাইশ, হাটহাজারী, হালিশহর, মিরসরাই, সীতাকুণ্ড থানায় মোট ২২ টি মামলা রয়েছে, সিরাজের নামে বিভিন্ন থানায় ৮ টি ও নিজামের নামে ৩ টি মামলা রয়েছে।
এদিকে রবিবার ২১ এপ্রিল বেলা ১১ টায় সন্দ্বীপ থানার অফিস কক্ষে গ্রেফতারকৃত ডাকাতদের ডাকাতির সরঞ্জামাদিসহ গণমাধ্যমের সামনে হাজির করে পুলিশ।
বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে সন্দ্বীপ থানার ওসি মো. কবির হোসেন প্রেস ব্রিফিং এসব তথ্য সাংবাদিকদের জানান।