সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রুমা-থানচি ব্যংক ডাকাতির মামলায় আরও ৫ জন রিমান্ডে
রুমা-থানচি ব্যংক ডাকাতির মামলায় আরও ৫ জন রিমান্ডে
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মামলায় গ্রেপ্তার আরও ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে দুই নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
সোমবার ২২ এপ্রিল সাড়ে ১২ টায় বান্দরবান চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নুরুল হক এই আদেশ প্রদান করেন।
আসামিরা হলেন, থানচির আসে লনসেও বম-১৯, ভাননুন নুয়াম বম (২৩), রোয়াংছড়ির ভাননুন নুয়াম বম(২৩),জেমিনিও বম (২০), রুমার লিয়ান সিয়াম বম (৫৭), ভান নুয়াম থাং বম (৩৭), ভান লাল থাং বম (৪৫) পুলিশ ৫দিনের আবেদন করে শুনানী শেষে ২দিন রিমান্ড ও নারী আসামী লাল রিন ত্লোয়াং বম (২০)।
আদালতের উপ-পুলিশ পরিদর্শক পায়েল পালিত জানান, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা দুইটি মামলায় গ্রেপ্তার ৭ জনের ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে তাদের আজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের মধ্যে ৫ পুরুষ আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ২ নারী আসামিকে জেলগেইটে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।
আসামি পক্ষের আইনজীবী মহতুল হোসাইন যত্ন জানান, রাষ্ট্রপক্ষের দুইটি মামলায় ৭ জনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক ও বিশ্লেষণ শেষে ৫ জন পুরুষকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও দুই নারীকে জেল গেইটে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে আদালত।
এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৬৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।