সোমবার ● ২০ মে ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন
মিকেল চাকমা :: রাঙামাটি জেলার লংগুদুতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার-শাস্তির দাবিতে ইউপিডিএফের ডাকে রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে ইউপিডিএফ সমর্থিত(প্রসিত) দলের গণতান্ত্রিক যুব ফোরাম,হিল ইউমেন ফেডারেশন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবরোধের সমর্থনে সোমবার ২০ মে সকাল থেকে রাঙামাটি - চট্রগ্রাম সড়কে সাপছড়ি যৌথ খামার, রাঙামাটি খাগড়াছড়ি সড়কে সাপছড়ি, কুতুকছড়ি এলাকায় আগুন জ্বালিয়ে পিকেটিং করে ইউপিডিএফের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী, সমর্থকরা।
এ সময় পিকেটিংয়ে নিয়োজিত নেতা-কর্মী, সমর্থকরা নানা শ্লোগান দিয়ে এর প্রতিবাদ জানান। বাস,ট্রাক,সিএনজিসহ দুরপাল্লার যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। তবে রাঙামাটি শহরে অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম বাহন সিএনজি শহরের ভিতরে চলাচল স্বাভাবিক ছিল। রাঙামাটি থেকে কুতুকছড়ি যাওয়ার পথে সাপছড়ি এলাকায় পিকেটিং কারীদের বাধায় মুখে পড়ে মোস্তাফিজুর রহমান বলেন, আজকে অবরোধের খবর আমি জানিনা। জানলে বেড় হতাম না। ইউপিডিএফ-মূল এর সমর্থিত হিল ইউমেন ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা বলেন, গত শনিবার ১৮ মে লংগদু কাড়িকাটা এলাকায় ইউপিডিএফের একজন কর্মী ও একজন সমর্থককে (পিসিজেএসএস-সন্তু লারমার) সদস্যরা গুলি করে হত্যা করে। তারই প্রতিবাদে আজ আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করা হচ্ছে। আইনশৃঙ্খলা ও পরিস্থিতি ঠিক রাখতে তৎপর ছিল স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।