বুধবার ● ২২ মে ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মানিকছড়িতে শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
মানিকছড়িতে শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: আজ ২২ মে-২০২৪ বুধবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ভিক্ষু সমিতি ও মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে বাংলাদেশের পযর্টন নগরী খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে মহান বুদ্ধের ত্রি স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে শত-শত ভিক্ষু ও হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে ধর্মঘর থেকে মহামুনি পর্যন্ত শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকছড়ি ভিক্ষু সমিতির সহ সভাপতি ভদন্ত উত্তমা মহাথেরো ।
শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৌদ্ধ সমাজের তরুণ প্রজন্মের সৃজনশীল মেধাবী আলোকিত সুদেশক, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কার্যকরী সদস্য,উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির মহাসচিব ও সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের প্রকল্প সম্পাদক ভদন্ত বিজয়ানন্দ থেরো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত উ পাইন্ডিতা মহাথেরো ও মানিকছড়ি ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি ভদন্ত ধর্মানন্দ থেরো।
শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানিকছড়ি মারমা উন্নয়ন সংসদ এর সভাপতি নিপ্রূ মারমা, মারমা উন্নয়ন সংসদ এর প্রধান উপদেষ্টা মং শে প্রু মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চলাপ্রু নিলয় মারমা, মারমা উন্নয়ন সংসদ এর মহিলা সম্পাদিকা মিতালী চৌধুরী ও মানিকছড়ি মারমা উন্নয়ন সংসদ এর উপদেষ্টা অংশে প্রু মারমা (অং শে)।
শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকছড়ি ভিক্ষু সমিতির মহাসচিব এম ইন্দ্রবংশ থেরো।