শিরোনাম:
●   দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানা দিক থেকে ঝুঁকি সৃষ্টি করে ●   সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে প্রতিহিংসামূলক মামলায় জড়িয়ে জেলে পোরা হয়েছে ●   দীপংকরের অবৈধ সম্পদ অর্জনের জোগানদাতা অংসুইপ্রু, বৃষকেতু,মুছা ও রেমলিয়ানা ●   ২০২৪ এর গণঅভ্যুত্থান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করেছে ●   রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   মীরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন ●   শহীদ বুদ্ধিজীবীসহ লক্ষ লক্ষ শহীদদের জীবনদানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের উন্মেষ ঘটেছে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিলে সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা ●   ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন ●   রাজনৈতিক পার্থক্য স্বত্বেও আমাদেরকে ন্যুনতম ইস্যুতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠা করতে করতে হবে : সাইফুল হক ●   যে কোন উসকানি মোকাবেলা করে জনগণের ঐক্য বজায় রাখতে হবে- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   রাঙামাটিতে স্বৈরাচারের দোসর আমির আলির অত্যাচার থেকে মুক্তির দাবি ●   রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান ●   রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ ●   ২৭ বছরও শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ ●   দৈনিক ভোরের চেতনা ২৬ বছরে পদার্পণ ●   মুখলেছুর রহমান ভুঁইয়া আর নেই ●   রাঙামাটি রাজবন বিহারে আসার পথে বাস উল্টে বড়ুয়া জনগোষ্ঠীর ২২ পূণ্যার্থী আহত ●   পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে : গণতন্ত্র মঞ্চ ●   রাঙামাটি জেলা প্রশাসনে নতুন ডিসি ইশরাত ফারজানা
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

Daily Sonar Bangla
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা
১৯৮ বার পঠিত
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা

--- নির্মল বড়ুয়া মিলন :: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমূন্নত এবং আর্থ সামাজিক উন্নয়ন প্রক্রিয়া তরান্বিত করা এবং বাংলাদেশের সকল নাগরিকের স্ব-স্ব অধিকার সংরক্ষন এবং উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ হইতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার অধিবাসীদের পক্ষ হইতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি চারি খন্ড (ক,খ,গ,ঘ) সম্মিলিত ভাবে চুক্তি করা হয়।
১৯৯৭ সালে ২রা ডিসেম্বর সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ্ ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সম্পাদিত এই চুক্তিতে সই করেন। ২রা ডিসেম্বর ২০২৩ সালে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্ণ হয়েছে, যাকে বলা যায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি । এই ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা করা প্রয়োজন। তাছাড়া পার্বত্য চুক্তি বা শান্তি চুক্তির ফলে ২৬ বছরে পাহাড়ের পাহাড়ি-বাঙ্গালীরা কি পেলেন আর কি হারালেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা।
পার্বত্য চুক্তির আলোকে গঠন করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স, পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশন, পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, ১৯৮৯ (রাঙামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, ১৯৮৯, বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, ১৯৮৯, খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, ১৯৮৯) এবং এর বিভিন্ন ধারা সমূহের পরিবর্তন, সংশোধন, সংযোজন ও অবলোপন করার মাধ্যমে গঠন করা হয় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এর আগে থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসন, তিন জেলার গুইমারাসহ ২৬ উপজেলার উপজেলা প্রশাসন, তিন পার্বত্য জেলার পৌরসভা ও তিন পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদ বিদ্যমান। পার্বত্য চুক্তির মধ্য দিয়ে শক্তিশালী করা হয় চাকমা সার্কেল, বোমাং সার্কেল ও মং সার্কেল চীফদের কার্যক্ষমতা। এর বাইরে বাংলাদেশ সরকারের প্রতিটি মন্ত্রণালয় এর অধিদপ্তর/পরিদপ্তর আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয় রয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চলে রয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনডিপি-সিএইচটিডিএফ, এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প ও একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন সংস্থা। এর বাইরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি মূল্যায়ন কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তাকারী উপদেষ্টা কমিটি, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি ইত্যাদি। পার্বত্য চুক্তির প্রারম্ভে বেশ কিছু বিষয় গুরুত্বারোপ করা হয়েছে, তন্মধ্যে সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমূন্নত এবং আর্থ সামাজিক উন্নয়ন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমূন্নত এবং আর্থ সামাজিক উন্নয়ন প্রক্রিয়া তরান্বিত করা এবং বাংলাদেশের সকল নাগরিকের স্ব-স্ব অধিকার সংরক্ষন এবং উন্নয়নের কথা থাকলেও কিন্তু কৌশলগত ভাবে পার্বত্য চুক্তির আগে এবং শতবছর ধরে পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া, সাঁওতাল, অহমিয়া ও গুর্খা জনগোষ্ঠীর কথাও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। পার্বত্য চুক্তির পর থেকে প্রতিটি স্থরে এবং রাজনৈতিক ভাবে পার্বত্য অঞ্চল বসবাসরত এ সকল জনগোষ্ঠীর মানুষ প্রতি পদে পদে বৈষম্যের শিকার এবং বাঙ্গালী (মুসলামান), বড়ুয়া, তনচঙ্গা, সাঁওতাল, অহমিয়া, গুর্খা, কুকি, পাংখোয়া, লুসাই (মিজু), চাক, খুমি, খিয়াং ও ম্রো জনগোষ্ঠীকে পার্বত্য অঞ্চল থেকে উৎখাত করার সুদুর প্রসারী ষড়যন্ত্র চলছে। এ দিকে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ব্যবহার করে পার্বত্য অঞ্চলে বসবাসরত সংখ্যালঘুদের ভূমি কৌশলে কেড়ে নিয়ে এ অঞ্চল থেকে বিতারিত করার অঘোষিত নিয়ম চালু রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙ্গালী (মুসলমান), বড়ুয়া, তনচঙ্গা, সাঁওতাল, অহমিয়া, গুর্খা, কুকি, পাংখোয়া, লুসাই (মিজু), চাক, খুমি, খিয়াং ও ম্রো জনগোষ্ঠীর জন্য কোটা সংরক্ষণ হাতে গোনা, পার্বত্য চুক্তির ২৬ বছরেও চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির তুলনায় ইসলাম ধর্মের বাঙ্গালী, বড়ুয়া, তনচঙ্গা,সাঁওতাল, অহমিয়া, গুর্খা, কুকি, পাংখোয়া, লুসাই (মিজু), চাক, খুমি, খিয়াং ও ম্রো জনগোষ্ঠীর লোকজন ২৬ বছরে অনেক বেশী পিছিয়ে পড়েছে। কেউ মানুক বা না মানুক এটাই সত্য। পার্বত্য অঞ্চলের বসবাসরত অধিবাসীদের যে রাজনৈতিক অধিকার ছিল চুক্তির পর ২৬ বছরেও আদৌ তার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারেনি তার মুল কারণ হচ্ছে : উগ্র সম্প্রদায়িকতা, বৈষম্য ও ক্ষমতার লোভ।
---
পার্বত্য অঞ্চলে ৯০% রাষ্ট্রিয় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন তিনটি জনগোষ্ঠীর লোকজন বাকি ১০% বাঙ্গালী, বড়ুয়া, তনচঙ্গা, সাঁওতাল, অহমিয়া, গুর্খা, কুকি, পাংখোয়া, লুসাই (মিজু), চাক, খুমি, খিয়াং ও ম্রো জনগোষ্ঠীর লোকজন, বিশাল ধরনের বৈষম্যে এ অঞ্চলে চলমান। যার কারণে সহজ-সরল জনগোষ্ঠীর লোকজন ছোট-ছোট গ্রুপে ভাগ হয়ে তারা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। আগামীতে আরো কয়েকটি জনগোষ্ঠীর লোকজন অস্ত্র হাতে তুলে নিবেনা তার কোন নিশ্চয়তা নাই।
১৯৯৭ সালে ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ্ ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সম্পাদিত এই চুক্তিতে সই করেন। তখন পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দল ছিলো মাত্র পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল)। অর্থাৎ মাত্র একটি আঞ্চলিক দল।
১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রামের রাজনীতি গত ২৬ বছরে অনেকটাই বদলে গেছে।
পার্বত্য চুক্তির এক বছরের মধ্যেই চুক্তির পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মুল) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল), রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। ২০০৭ সালে পিসিজেএসএস-মুল ভেঙে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সংস্কারপন্থি বা এমএন লারমা), নামের নতুন দল। ২০১৭ সালে খাগড়াছড়িতে ইউপিডিএফের মধ্যে ভাঙন সৃষ্টি হয়। ওই বছরের ১৫ নভেম্বর তপন জ্যোতি চাকমার নেতৃত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক নামের নতুন দলের আত্মপ্রকাশ ঘটে।
পার্বত্য চট্টগ্রামে এই চারটি উপ দল বা গ্রুপের বাইরেও আরও কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আরাকান লিবারেশন পার্টি (এএলপি)। এই দলের সদস্যদের অবস্থান বান্দরবানের গহিনে। ২০১৮ সালে এএলপি ভেঙে গঠিত হয় মগ পার্টি ও কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি। তাদের অবস্থানও বান্দরবানে। তবে এই তিন দলের অবস্থান শুধু বান্দরবানে, রাঙামাটি কিংবা খাগড়াছড়িতে এদের কোনো তৎপরতা নেই।
বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বর্ণনা করলেও সংগঠনটির দাবি তারা বাংলাদেশের কোন বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। একইসঙ্গে তারা জানিয়েছেন, তাদের ভাষায়, “সুবিধা বঞ্চিত কুকি-চিন জনগোষ্ঠীর জন্যে স্বশাসিত বা পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতাসহ একটি ছোট রাজ্য” চাইলেও তারা কোন স্বাধীনতার ঘোষণা দেয়নি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এর অস্ত্রধারী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির ভারতের মিজুরাম প্রদেশে ৩ হাজার অস্ত্রদারী সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। কুকি-চিন ন্যাশনাল আর্মির সদস্যদের র‌্যাব বাহিনী গ্রেফতার করে রাঙামাটি কারাগারে আটক করে রাখছেন। কুকি-চিন ন্যাশনাল আর্মির সদস্যরা জামিনে ছাড়া পাওয়ার তথ্য নাই। এদের নিয়ে একটি মহলের ষড়যন্ত্র চলছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের ধারনা।
এদিকে চলমান সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে ইউপিডিএফ মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরকারের নিকট দলের ৮৭টি দাবিনামা পেশ করেছে।
গত ৯ জুন ২০২২ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন ২ নং চেঙ্গী ইউনিয়নের বড়কলক এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমাসহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর পক্ষে দলের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা মেজর (অবঃ) এমদাদুল ইসলামের কাছে এ দাবিনামা হস্তান্তর করেন।
উজ্জ্বল স্মৃতি চাকমা বলেছেন, গত শতকের ‘৭০, ৮০ দশকের পার্বত্য চট্টগ্রামের সাথে আজকের পার্বত্য চট্টগ্রামের বিস্তর ফারাক। কিন্তু তারপরও যেন কোন কোন মহলের দৃষ্টিভঙ্গি সেই আগের মতোই রয়ে গেছে। তারা ৭০, ৮০ দশকের চোখ দিয়ে বর্তমান পার্বত্য চট্টগ্রামকে দেখতে চাইছেন এবং সেইভাবে মূল্যায়ন করছেন। কিন্তু এটা স্পষ্টতই ভুল। আমাদেরকে অবশ্যই এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য এটা বলা যায় প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।’
মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর এমদাদুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেছেন, তিনি ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট চুক্তি আকারে পেশকৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর দাবিনামা এবং তার যৌক্তিকতা’ সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানান।
২৭ আগষ্ট- ২০২৪ তারিখে পার্বত্য চুক্তি সংশোধনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চুক্তির পর পার্বত্য অঞ্চলে বসবাসরত স্ব-স্ব জনগোষ্ঠীর মধ্যে সামাজিক উন্নয়ন বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু ২৬ বছর পর সামাজিক অধিকারের বিষয়ে বলতে গেলে বরঞ্চ সংঘাত, গুম, খুন হানাহানি আশংকাজনকভাবে বেড়েছে।
সরকার পার্বত্য অঞ্চলের পিছিয়ে পরা জনগোষ্ঠীর কথা বিবেচনা করে একজন নাগরিকের জন্মগত মৌলিক অধিকার ৫টির মধ্যে অন্যতম শিক্ষার অধিকার স্থানীয়দের হাতে ন্যস্ত করে পার্বত্যঞ্চলের বসবাসরত অধিবাসীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে সুযোগ তৈরী করে দিয়েছে ২৬ বছর পর শিক্ষার মেরুদন্ডই ভেঙ্গে পড়েছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় গিয়ে দেখা যায় প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষকদের উপস্থিতি নেই। একটি বিদ্যালয়ে ৫ জন শিক্ষক মিলে একজন বর্গা শিক্ষক নিয়োগ দিয়ে রেখেছেন, আর জেলা পরিষদ সমূহ ঘুষ বাণিজ্যের মাধ্যমে যাদের শিক্ষক পদে নিয়োগ দিয়ে থাকে তারা কখনো নিজেদের কর্মস্থলে উপস্থিত থাকেন না। তা ছাড়া বেশী ভাগ শিক্ষক ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের ছেলে,মেয়ে,আত্ময়ী-স্বজন। পার্বত্য অঞ্চলে শিক্ষা খাতে যে বরাদ্ধ রাষ্ট্রের কোষাগার থেকে ব্যয় করা হয় তা কেবল অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সামগ্রী ক্রয়, শিক্ষকদের বেতন-ভাতা ও কর্মচারীদের বেতন-ভাতা ইত্যাদি বিষয়ে সীমাবদ্ধ। কিন্তু এসবের সুবিধাভোগী শিক্ষার্থীরা কোন ধরনের সুযোগ সুবিধা পায়না।
একটি তথ্য দিলে বুঝতে আরো সহজ হবে পার্বত্য অঞ্চলে শিক্ষা বিভাগের দুরবস্থার বিষয়টি;
রাঙামাটির বরকল উপজেলার ৭নং শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাসরিন আক্তার দীর্ঘ ১২ (বার) মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ স্থানীয় শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের প্রশ্ন প্রধান শিক্ষক নাসরিন আক্তারের খুটির জোর কোথায়? এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, দুনীতি দমন কমিশন রাঙামাটি, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় শিক্ষানুরাগিরা।
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে বরকল উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বরাবর লিখিতভাবে গত ০৩ সেপ্টেম্বর-২০২৩ তারিখ শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ (১২) বার মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত ও আর্থিক হিসাব না দেয়ার অভিযোগ করেন।
প্রতিমাসে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে এম.আর-এ অনুপস্থিত দেয়া হলেও তিনি জালিয়াতি করে অফিসে এম.আর. জমা দেন। যা প্রমাণস্বরূপ শিক্ষক হাজিরার ফটোকপি সংযুক্তি দেয়া হয়। তাছাড়া, বিদ্যালয়ের এসএলআইপি, ক্ষুদ্রমেরামত ও বিভিন্ন জাতীয় উৎসবের আর্থিক হিসাব-নিকাশ না দিয়ে এসব অর্থ একাই আত্মসাৎ করে নিজ ব্যক্তিগত স্বার্থে ভোগ করার অভিযোগ রয়েছে। উল্লেখিত আর্থিক কার্যক্রমে আজও এলাকায় অনেক লোক দীর্ঘদিন পাওনাদার রয়েছেন। এধরনের পরিস্থিতিতে মোসা: নাসরিন আক্তার প্রধান শিক্ষক নিজে সুবিধা ভোগ করার লক্ষে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভূক্ত সকল সহকর্মী ও এলাকার সকলের বিরুদ্ধে বিভিন্নভাবে বানোয়াট দোষারোপ করে যাচ্ছেন।
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির অভিযোগ ৪জন শিক্ষক এর মধ্যে ৩জন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক মোসা: নাসরিন আক্তার দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ও আর্থিক হিসাব না দেয়ার পরিপ্রেক্ষিতে একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতি যথাযথ যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষে আবেদনকারীরা হলেন :
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির সভাপতি কল্লোল চাকমা, সহসভাপতি জ্যোতির্ময় চাকমা, সদস্য মনিষা চাকমা, সুকেশ চাকমা, করুন কান্তি চাকমা, প্রণয় চাকমা, ঘোষিতা চাকমা, রূপাধন চাকমা ও অভিভাবক তন্ট চাকমা প্রমূখ।
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাশ না করিয়ে এবং মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পরও প্রতিমাসে ৩৪ হাজার (চৌত্রিশ হাজার) টাকা প্রতিমাসে বেতন-ভাতা উত্তোলন করার কথা এবং বিদ্যালয়ে অনুপস্থিতের বিষয়ে ০৫ সেপ্টেম্বর-২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররে কার্যলয় থেকে ৩ কার্যদিবসে মধ্যে কারণ দর্শানোর নোর্টিশ পাওয়ার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক নাসরিন আক্তার। কিন্তু ক্ষমতাসিন রাজনৈতিক নেতাদের কারণে প্রধান শিক্ষক নাসরিন আক্তারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমার মত দলকানা আওয়ামীলীগের চিহ্নিত দোসর প্রকৌশলীর কারণে রাঙামাটি জেলায় সরকারী প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপনা সংস্কার এবং নির্মাণে যে পরিমান দুর্নীতি আর লুট-পাট হয়েছে তা তদারকির কেউ নাই।
পার্বত্য চুক্তির মারপ্যাচে স্থানীয় জনসাধারন অসহায়। শিক্ষা ব্যবস্থা বাস্তবিক অবস্থানে ফিরে না গেলে শিক্ষা ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের অধিবাসীরা গভীর সংকটে নিমজ্জিত হবে তাতে কোন সন্দেহ নাই। আগামী কয়েক বছরের মধ্যে পার্বত্য অঞ্চলের শিক্ষাখাত চলে যাবে বহিরাগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে।
পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের অর্থনৈতিক অধিকার একটি গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে। পার্বত্য অঞ্চলে গড়ে উঠেনি কোন মিল, কারখান ও পর্যটন শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান। চাঁদাবাজদের হাতে শতভাগ জিম্মি তার পরও কেবলমাত্র কাঠ,বাঁশ, মাছ, পাথর ও মৌসুমৗ ফল ক্রয় বিক্রয় ছাড়া অর্থনৈতিক অঞ্চল স্থাপনে চুক্তি স্বাক্ষরকারী আওয়ামীলীগ-পিসিজেএসএস-মুল উভয়ে উদাসীন, একে অপরের ওপর দায় চাপাতে ব্যস্ত ছিলেন। বৈষম্যমূলক পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ের বসবাসরত জনেগণের নাগরিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। এজন্য পিসিজেএসএস-মুল এবং স্বৈচারী শেখ হাসিনার আওয়ামীলীগ বেশী দায়ী।
পার্বত্য চুক্তির পর পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালী সকলেই আশায় বুক বেঁধেছিলো কিন্তু তাদের সেই আশায় গুড়েবালি।
পার্বত্য চুক্তির পর পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর লোকদের নিয়ে রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে সরকার বা পিসিজেএসএস চুক্তির বিষয়ে আস্তা অর্জন অথবা চুক্তির মৌলিক অবাস্তবায়ীত দিকগুলো সভা,সমাবেশ,সেমিনার ও আলোচনা সভা পর্যন্ত করেনি।
নিজেদের অধিকারের জন্য নেংটি,ছেড়া লুঙ্গি আর গামছা পরে যাঁরা রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন, বছরের পর বছর চোখ বাঁধা অবস্থায় মাটির গর্তে মৃত্যুর প্রহর গুনেছে, স্ত্রী,পুত্র, মা,বাবাকে রেখে জীবন,যৌবন কারাগারে কাটিয়েছেন পাহাড়ি-বাঙ্গালীরা অশিক্ষিত মূর্খ কামলারা কিন্তু পার্বত্য চুক্তির সুফল ২৬ বছরেও পায়নি। এর জন্য দায়ী কে ? বা কোন পক্ষ সরকার না-কি পিসিজেএসএস ? প্রশ্ন থেকে যায়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার ও বাংলাদেশ অধিবাসী ফোরাম এর সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং কর্তৃক গণমাধ্যমে প্রেরিত আমন্ত্রণপত্রে জানাযায়, ২ ডিসেম্বর ২০২৩ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে ২ ডিসেম্বর ২০২৩, শনিবার সকাল ১০:১৫ টায় ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারপার্সন এ্যাডভোকেট সুলতানা কামাল, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সিন্ধা রেজওয়ানা প্রমূখ। এছাড়াও আলোচনা সভায় রাজনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ থেকে একটি বিষয় পরিস্কার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালীদের চুক্তি বাস্তবানের সাথে যুক্ত করতে স্বয়ং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস আন্তরিক নয়। পিসিজেএসএস-মূল যে আঞ্চলিক দল পরিচালনা করেন তাতে বৈষম্যে এ ভরা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারপার্সন এ্যাডভোকেট সুলতানা কামাল, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সিন্ধা রেজওয়ানা প্রমূখ তাঁরা বিশিষ্ট্যজন কিন্তু তাঁরা কেউ পার্বত্য চট্টগ্রামের নাগরিক নয়। এসকল বিশিষ্ট্যজনরা হয়তো পিসিজেএসএস এর বন্ধু কিন্তু তাঁরা আদৌ পার্বত্যবাসীর বন্ধু নয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষত্রে গত ৫৩ বছরে স্থানীয় বাঙ্গালী, বড়ুয়া, তনচঙ্গা,সাঁওতাল, অহমিয়া, গুর্খা, কুকি, পাংখোয়া, লুসাই (মিজু), চাক, খুমি, খিয়াং ও ম্রো জনগোষ্ঠীর প্রতিনিধিরা প্রধান্য পায়নি। দেশ স্বাধীনের পর থেকে তারা বৈষম্যের শিকার।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সবার আগে পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের প্রতিনিধি, সকল জাতীয় ও আঞ্চলিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা প্রয়োজন। এতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জলঘোলা করা প্রতিক্রিয়াশীল চক্রটি এক সময়ে হারিয়ে যাবে।
পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সমস্যা সমাধান করতে হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে যুক্ত করিতে হবে পাহাড়ে স্থায়ীভাবে বসবাসকারী পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে। পাহাড়ের বাইরে যাঁরা বাস করেন তাঁরা কি করে বুঝবেন পাহাড়ে মূল সমস্যা কি ?
রাজধানীতে কিংবা ভারতের দিল্লী-কলকাতায় সভা-সেমিনার করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবানের কোন যুক্তি নাই। এসব করায় কেউ কেউ বলে বেড়ান পাহাড়ের কতিপয় নেতা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইত্যাদি।
২০২৪ সালে এসে পাহাড়ের মূল সমস্যা সমুহ কি-কি ?
ভূমি, আইন শৃঙ্খলা, স্থানীয় ভোটার তালিকা ইত্যাদি।
ভূমি সমস্যা প্রধান। এর সমধান;ভূমি জরিপ অধিদপ্তরের অধিনে দিয়ারা সেটেলমেন্ট এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের ৩ জেলায় ভূমি জরিপ দ্রুত শুরু করা । এর জন্য আলাদা কোন আইন প্রনয়ন করিতে হবেনা।
পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পর চাঁদাবাজদের উপদ্রব কয়েকগুন বেড়েছে। সেই সাথে পাহাড়ে অবৈধ আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। পার্বত্য চুক্তিকালিন পাহাড়ে ছিলো ১টি আঞ্চলিক রাজনৈতিক দল। চুক্তির পর প্রতিষ্ঠিত হয়েছে আরো ৬টি আঞ্চলিক রাজনৈতিক দল। পাহাড়ে এখন ৭টি আঞ্চলিক রাজনৈতিক দল। কোন সরকারি-বেসরকারি উন্নয়ন কাজ করলে ঐ কাজের ঠিকাদারকে দিতে হয় ৬% করে চাঁদা, অফিস খরচ ৩৭%। ৬% করে ৪টি আঞ্চলিক দলকে = ২৪%+ ৩৭% = ৬১%। ১শত টাকার মধ্যে ৪ আঞ্চলিক দলকে ২৪ টাকা আর অফিসকে ৩৭ টাকা মোট ৬১ টাকা। বাকি ৩৯ টাকায় কোটেশন প্রাপ্ত ঠিকাদারগণ কোন ধরনের গুণগত মানের উন্নয়ন কাজ সম্পন্ন করে থাকেন আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। কাপ্তাই হৃদে মৎস্য শিকারী, মৎস্য ব্যবসায়ী, বাঁশ ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী, মৌসুমী ফল ব্যবসায়ী, নির্মান সামগ্রী ব্যবসায়ী, ঠিকাদার, সাধারন ব্যবসায়ী, লঞ্চ, স্পিড বোট, কাঠ, হলুদ, আদা, মৌসুমী ফল, নির্মান সামগ্রী, আন্তঃ জেলা পশু ব্যবসায়ী, মৎস্য পরিবহনকারি ইঞ্জিন বোট, বাস, ট্রাক, সিএনজি অটো রিক্সা, মাইক্রো, চাঁদের গাড়ি (জিপ), মোটরসাইকেলসহ প্রতিটি যানবাহন, গবাদি পশু, শুকর,হাঁস, মুরগী, কৃষিপণ্য, জেলা শহর ব্যতিত প্রতিটি বাজারের দোকানদার, ব্যাংক, বিমা, সুদের কারবারি এনজিও, হোটেল-মোটেল এবং প্রত্যন্ত গ্রামের মানুষকে সামাজিক অনুষ্ঠানের জন্য চাঁদা দিয়ে জীবন যাপন করতে হচ্ছে। বিগত ২০২১ সালের নভেম্বরে ১১ তারিখ ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং বড় হরিণা ইউপিতে ভোটারগণ তাদের পছন্দের চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ভোট দিতে পারেনি। আঞ্চলিক দলের পছন্দের প্রার্থীর জিতিয়ে নিতে প্রতিটি কেন্দ্রের বুথে অস্ত্রধারীদের উপস্থিতি ছিল শতভাগ। ১টি স্বাধীন দেশে এঘটনায় ভোক্তভোগীরা স্থানীয় প্রশাসনসহ সরকারের প্রতি ক্ষুব্দ। যদিও তাদের প্রানের ভয়ে কোন অভিযোগ প্রকাশ করতে অপারগ। আঞ্চলিক দল সমুহের যে কোন অনুষ্ঠানে পাহাড়ে বসবাসকারিদের গুনতে হয় বাড়তি চাঁদা। এসব আঞ্চলিক দল গুলো হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল),পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কারপন্থী (পিসিজেএসএস-এমএন লারমা), ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল), ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক (ইউপিডিএফ-সংস্কাপন্থী) আরাকান লিবারেশন পার্টি (এএলপি) মগ পার্টি ও কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি। এছাড়া সরকারি বন বিভাগের রেঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ অস্ত্রধারী সন্ত্রাসীদের হুমকিতে তাদের নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় বসে সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এলজিইডি, পিডিবি, গণপুর্ত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ চাঁদাবাজদের কারণে ঠিক সময়ে উন্নয়ন কাজ শুরু এবং শেষ করতে পারছেন না। খোদ সরকার দলীয় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালেয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি দীপংকর তালুকদার এমপি উভয়ের দাবি বিগত বছরের তুলনায় পাহাড়ে অবৈধ আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়ে গেছে। এর জন্য কেউ কেউ রাষ্ট্রীয় একটি এজেন্সীকে দায় করে থাকেন। একজন সাংবাদিক সব সময় সব সত্য কথা প্রকাশ করতে পারেনা। আমি তার বাইরে নয়।
এর সহজ সমধান; পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রধান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা প্রকাশ সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর চেয়ারম্যান হিসাবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এবং পিসিজেএসএস এর দলীয় সদস্যরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর সদস্য হিসাবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। তাদের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা বাতিলসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণঃমূল্যায়ন করা। একটি স্বাধীন দেশে আপনারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন আর দায়িত্ব পালন করবেন না এটা তো হতে দেয়া যায় না। মেনে নেয়া যায় না।
স্থানীয় ভোটার তালিকা প্রনয়ন। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ্ সম্পাদিত চুক্তিতে সই করেন। বাংলাদেশ আওয়ামীলীগ ও তাদের দলীয় সরকার একনাগারে ১৫ বছর ক্ষমতাসীন থাকার পরও যখন সম্পাদিত চুক্তি মোতাবেক পাহাড়ে স্থানীয় ভোটার তালিকা প্রনয়নের কাজ শুরু করেন নাই তাহলে আগামী ২শত বছরেও স্থানীয় ভোটার তালিকা প্রনয়নের শুরু করার সম্ভবনা নাই। সম্পাদিত চুক্তিতে স্বাক্ষরকারী বলে স্থানীয় ভোটার তালিকা প্রনয়নের দাবিতে অনড় ছিলেন পিসিজেএসএস-মুল সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
রাষ্ট্রীয় আইনে এবং করোনা মহামারীর সনদপত্র ব্যতিত চিকিৎসার জন্য ভারত গমনের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে সম্পাদিত চুক্তিতে স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা প্রকাশ সন্তু লারমাকেও বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রচলিত নিয়ম মেনে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করে জাতীয় পরিচয়পত্র গ্রহন করতে হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর অর্থ লোভ ও ক্ষমতা লোভের কারণে পিসিজেএসএস যেমন তাদের জনগোষ্ঠীর লোকজনের প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়েছেন তেমনি পিসিজেএসএস এর প্রতি পাহাড়ের মানুষ বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলেছে।
পাহাড়ের সাধারন জনগণ ক্রমেই জিম্মি হয়ে পড়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থা, দল ও উপদল সমুহের কাছে। গণমাধ্যমে পার্বত্য চুক্তির পক্ষে যাতে জনমত গড়ে না উঠে, পার্বত্য অঞ্চলের সাংবাদিকদের সমিতি, কমিটি, প্রেসক্লাব ও সংগঠন সমুহে বহিরাগত উগ্রসম্প্রদায় ব্যতিত স্থানীয় প্রগতিশীল কোন সাংবাদিক যেন সদস্য হতে না পারে তা ঠিক করে দেয় সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন। গোয়েন্দা সংস্থা তাদের ইচ্ছা মতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলের বাইরে রাজধানীসহ বিভিন্ন নামে অনলাইন নিউজ পোর্টাল চালু করে স্বাধীনতা বিরোধী নেতা-কর্মীদের দিয়ে রাষ্ট্রের অর্থ ব্যয় করে পাহাড়ে বসবাসরত জনগণের বিরুদ্ধে সংবাদ প্রকাশ বা টকশোর নামে অপপ্রচার অব্যাহত রেখেছে।
কেউকেউ গণতন্ত্রের লেবাসধারী আপাদমস্তক সুবিধাবাদী, নীতিভ্রষ্ট, বহুরূপী ডিগবাজিতে পারদর্শী ও জনগণের শত্রু। আওয়ামীলীগের দোসররা ‘মুক্তিযোদ্ধার’ নাম ভাঙিয়ে বিভিন্ন টকশো, মিডিয়ায় ‘নিরাপত্তা বিশ্লেষক’ ‘গবেষক’–ইত্যাদি নানা তকমা লাগিয়ে লোকজনকে বিভ্রান্ত করেন। আত্মকাহিনীর ফিরিস্তি দিয়ে পার্বত্য চট্টগ্রামের আন্দোলন সংগ্রাম সম্পর্কে নিম্নমানের ও বিতর্কিত পুস্তিকাও রচনা করেছেন।
এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিৎ কারণ তারা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। গোয়েন্দা সংস্থার ইচ্ছা বা মতের বাইরে পার্বত্য অঞ্চলের জনস্বার্থে কোন সংবাদ পরিবেশন বা প্রকাশ করলে সেই সাংবাদিকের বিরুদ্ধে তাদের চক্রের লোক দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বানোয়াট হয়রানি মুলক মামলা দায়ের, পুলিশ এবং আওয়ামীলীগের ক্ষমতাসীদের গুন্ডা-মাস্তান বাহিনী দিয়ে ঐ সাংবাদিকের বাড়ি-ঘরে গভীর রাতে হামলা-ভাংচুড় করে। পার্বত্য চুক্তি সমর্থনকারি পাহাড়ের গণমানুষের পক্ষে কথা বলায় এবং পাহাড় কেটে পরিবেশ ধ্বংসকারী সেনা কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সেই সাংবাদিককে ২৪ মাসের দুধের শিশু-স্ত্রীসহ মিথ্যা মামলায় জেলখাটানো তার পর র‌্যাব-৭ এর মেজর ফাহিমকে দিয়ে সেই সাংবাদিক-কে অপহরণ করে সিলেট হবিগঞ্জের চুনারুঘাট থানার সাতছড়ি জাতীয় উদ্যানে চোখ বাঁধাবস্থায় ফেলে দিয়ে আসার নজির দেশের মানবিধাকারের জন্য মোটেও শুভ লক্ষণ নয়। পার্বত্য চুক্তি স্বাক্ষারকালিন যারা পাহাড়ে কালো পতাকা উড়িয়ে পার্বত্য চুক্তির বিরোধীতা করেছিল সেই সব উগ্রবাদি ইসলামপন্থিদের নিয়ে সরকারের গোয়েন্দা সংস্থার দহরম মহরম কি প্রমান করে ? সেই সকল উগ্রমৌলবাদিদের দিয়ে পাহাড়ে সুবিধা বঞ্চিতদের অধিকার আদায়ের কথা বলে নিত্য-নতুন সংগঠনের জন্ম দেয়া হচ্ছে তাদের কাজ, যাতে পাহাড়ে বাঙ্গালীসহ বৈষম্যের শিকার জনগোষ্ঠীর অধিকার আদায়ের কোন সংগঠন প্রতিষ্ঠা লাভ করতে না পারে। পার্বত্য অঞ্চলে কর্মরত গোয়েন্দা সংস্থা সমুহের ভুমিকা অত্যন্ত রহস্যজনক! এক সময় পার্বত্য অঞ্চলে কর্মরত সেনাবাহিনী ও ডিজিএফআই এর কর্মকর্তারা বলতেন, সরকার প্রয়োজন মনে করে পার্বত্য চুক্তি স্বাক্ষর করেছেন, তার ভাল-মন্দ এবং বাস্তবায়ন স্থানীয় রাজনৈতিক নেতা আর জনগণের করার ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই তাঁরা চুক্তির পক্ষ হয়ে সহায়তা করবেন। ২০০৭ সালের পর পাহাড়ে বসবাসরত স্থানীয়দের সাথে সেনাবাহিনীর সেই সম্পর্ক এখন আর নেই। পার্বত্য চুক্তির পর পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীর নাগরিকরা আশায় বুক বেধেঁছিলো যে, পার্বত্য চুক্তি পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষদের মুক্তির সনদ হিসেবে কাজ করবে কিন্তু সে আশায় গুড়ে বালি। ২৬ বছরে পার্বত্য অঞ্চলে সংবাদমাধ্যমের সংখ্যা বেড়েছে কিন্তু সংবাদিকতার মূল কাজ যে পিসিজেএসএস-মূল, সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন ও ক্ষমতাবানদের কাছে প্রশ্ন করার সেই ক্ষমতা মোটেই বাড়েনি।
পাহাড়ে আর্মি সিকিউরিটি ইউনিট (এসইউ) নামে গোয়েন্দা সংস্থার জনবল বাড়িয়ে দিয়ে আরো সক্রিয় করা যেতে পারে। কারণ আয়নাঘর এর কারণে ডিজিএফআই নিয়ে জনমনে বিরুপ ধারন জন্ম নিয়েছে।
তার প্রমাণ : গত ২৭ আগস্ট-২০২৪ ইংরেজি তারিখ জোন কমান্ডার লে. কর্ণেল জুলকিফলী আরমান তার দুই জওয়ানসহ সাদা পোষাকে উপজেলা সদরে সান্ধ্য ভ্রমণে বের হন। এ সময় রাস্তার পাশের একটি দোকানে থাকা তিন পুলিশ সদস্য দয়াল চাকমা, তুহিন চাকমা ও নিরধ কুমার চাকম তাকে সালাম না দেয়ায় সেনা সদস্যরা তাদেরকে মারধর শুরু করে। এতে পুলিশ সদস্যরা আত্মরক্ষার চেষ্টা চালালে হামলা হাতাহাতির রূপ নেয়।
এরপর জোন কমান্ডার ক্যাম্পে ফিরে যান, তবে কিছুক্ষণ পর তিনি তার দলবল নিয়ে জুরাছড়ি থানায় হাজির হন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে থানা আক্রমণ করেন।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা উক্ত তিন পুলিশ সদস্যকে প্রচণ্ড মারধর করেন এবং আটক করে জোনে নিয়ে যান। সেনারা থানায় ব্যাপক ভাঙচুরও চালায়।
থানার ওসি ও কতিপয় পুলিশ সদস্য তাদের উচ্চ কর্তৃপক্ষের নির্দেশে জোনে তাদের সহকর্মীদের খবর নিতে গেলে সেনা সদস্যরা তাদেরকে ক্যাম্পের সামনে আটকায় এবং ওসিসহ সবাইকে মারধর করে। সব মিলিয়ে সেনাদের হামলায় ১১ জন পুলিশ আহত হয়। অনেক পুলিশ থানা থেকে পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়।
বুধবার ২৮ আগষ্ট পুলিশের পাহারায় জুরাছড়ি থানার আহত পুলিশ সদস্য রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের ভর্তি করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশ সুপার আবু তৌহিদ বিপিএম রাঙামাটি জেনারেল হাসপাতালে উপস্থিত ছিলেন।
জুরাছড়ি থানার আহত পুলিশ সদস্যরা হচ্ছে :
এসআই মোস্তাক আহম্মদ (৩৭), পিতা মৃত আব্দুল গফুর, মাতা আছিয়া খাতুন।
এএসআই মিজানুর রহমন (৩৭), পিতা হুমায়ন কবির, মাতা পারভিন আক্তার।
কনেষ্টবল আব্দুস সালাম (৪৭), পিতা মৃত আব্দুল জলিল, মাতা ফিরোজা বেগম।
কনেষ্টবল মোরশেদ আলম (৩৭), পিতা জাকির হোসেন, মাতা হোসনে আরা।
কনেষ্টবল সাজেদুল হক (৩৭), পিতা শাহ আলম, মাতা মতিয়া বেগম।
এসআই মো. নুরুল আলম (৫৫), পিতা মৃত ফয়েজুল রহমান, মাতা আশরাফুনেছা ।
কনেষ্টবল শাহজাহান বিন রাব্বি (৩০), পিতা মৃত আব্দুল মবিন, মাতা মুত শাহানাজ বেগম।
কনেষ্টবল তুহিন চাকমা (৪০), পিতা উপেন্দ্র চাকমা, মাতা ধংগ চাকমা।
কনেষ্টবল দয়াল কান্তি চাকমা (৪৯), পিতা লক্ষীধন চাকমা, মাতা মৃত সূর্যহেলা চাকমা।
কনেষ্টবল নিরধ কুমার চাকম (৪৫), পিতা মৃত বিবিসন চাকমা, ছায়া রানী চাকমা।
কনেষ্টবল মো. মনিরুজ্জামান(৪৯), পিতা সুলতান আহম্মদ, মাতা মৃত শেফালী বেগম ।
সূত্র : রাঙামাটি জেনারেল হাসপাতাল।
জুরাছড়ি থানার সেনাবাহিনীর সদস্যদের হাতে মারধরের শিকার আহত ১১ পুলিশ সদস্য এ সংবাদটি হাতে গোনা কয়েকজন সংবাদিক ছাড়া, রাঙামাটি জেলায় ও জুরাছড়ি উপজেলায় কর্মরত বেশীর ভাগ সংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশে এগিয়ে আসেনি।
পার্বত্য অঞ্চলে গোয়েন্দা সংস্থার কারণে খুবই কমসংখ্যক গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারছে। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর সদস্যদের ভাল কাজের নজির আছে।
দেশ ছেড়ে পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সম্মানিত আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)র নিকট বিনয়ের সাথে গণমাধ্যমের মাধ্যমে পার্বত্যবাসীর পক্ষ হয়ে একটি প্রশ্ন রাখতে চাই “পার্বত্য চুক্তির সুবিধাভোগী কারা”?
পার্বত্য জেলা পরিষদ সমূহ অধিকতর শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ২৩ জন সদস্য নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। অন্তর্বতীকালীন গঠিত এ আঞ্চলিক পরিষদ চুক্তির পরবর্তী বছর দুয়েক বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি ও সমন্বয় সাধনের কাজ করলেও বিগত বছরগুলিতে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম জনমনে প্রশ্নবিদ্ধ।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আরেক নাম “পার্বত্য চট্টগ্রাম চাকমা পরিষদ”।
সরকার ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তার সদস্যরা পার্বত্য চুক্তি পরবর্তী পার্বত্য অঞ্চলে বসবাসরত অধিবাসীদের আস্থা অর্জনে সক্ষম হয়নি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তিন পার্বত্য জেলার সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তিনটি (চাকমা, মারমা ও ত্রিপুরা) সম্প্রদায় কেবল দায়িত্ব পালন করবে পার্বত্য অধিবাসীরা মনেপ্রাণে মেনে নিতে পারেন না। যারা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের স্বীকার তাদের দ্বারায় স্বগোত্রের বা সম্প্রদায়ের জনসাধারন বৈষম্যে এবং নির্যাতনের শিকার। চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে উপস্থাপন করা হয়েছে, এ পরিষদ পৌরসভাসহ স্থানীয় পরিষদ সমূহ তত্বাবধান ও সমন্বয় করবে, তিন পার্বত্য জেলায় সাধারন প্রশাসন, আইন শৃংখলা উন্নয়নের ব্যাপারে আঞ্চলিক পরিষদ সমন্বয় সাধন ও তত্বাবধান করতে পারবে। আঞ্চলিক পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম পরিচালনাসহ এনজিওদের কার্যবলী সমন্বয় সাধন করতে পারবে। উপজাতীয় আইন ও সামাজিক বিচার আঞ্চলিক পরিষদের আওতাভুক্ত থাকবে। আঞ্চলিক পরিষদ ভারী শিল্পের লাইসেন্স প্রদান করতে পারবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পরিষদের সাধারন ও সার্বিক তত্বাবধানে অর্পিত দায়িত্ব পালন করবে। তিন পার্বত্য জেলা পরিষদের অধীনে পরিচালিত সকল উন্নয়ন কার্যক্রম সমন্বয় সাধন করবে ইত্যাদি। এতকিছুর পরেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সুবিধাভোগী কারা ২৬ বছরেও বিষয়টি পরিস্কার নয় পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের কাছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে “পার্বত্য চট্টগ্রাম চাকমা পরিষদ” নামে নামকরণ করিলে ভুল হবেনা কারণ এ পরিষদের ৯৯% অফিসার, পিয়ন-আদালী সবাই চাকমা জনগোষ্ঠীর সদস্য। শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের অফিস, জনবল ও অবকাঠামো চুক্তির ২৬ বছর পরেও দৃশ্যমান নয়। এই টাস্কর্ফোসের অধীনে ভারতের ত্রিপুরা রাজ্যতে অবস্থানরত শরণার্থীদের দেশে ফিরিয়ে আনার পর শরণার্থীদের সর্বশেষ অবস্থান খুজে পাওয়া মুশকিল। পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশন এর কার্যক্রম এখনো পর্যন্ত সভা আর সাংবাদিকদের স্বাক্ষাতকার প্রদান ছাড়া মাঠপর্যায়ে কার্যক্রম দৃশ্যমান নয়। পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশনের প্রবিধান আজও আলোর মূখ দেখেনি। অথচ এই কমিশনের চেয়ারম্যান একজন অবসরপ্রাপ্ত বিচারপতির প্রতি তিন বছর অন্তর- অন্তর মেয়াদ বৃদ্ধি করে ব্যয়ভার রাষ্ট্রীয় কোষাগার থেকে করা হচ্ছে। তার সাথে সদস্য হিসাবে রয়েছেন তিন সার্কেল চীফ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (রাষ্ট্রিয় প্রতিনিধি) ও রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণ। পার্বত্য চুক্তির মুল সমস্যা ভুমি সমস্যা। এই পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশন কি কাজ করেন পার্বত্য অধিবাসীদের কাছে আদৌ পরিস্কার নয়। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশনে বাঙ্গালী, বড়ুয়া, তনচঙ্গা,সাঁওতাল, অহমিয়া, গুর্খা, কুকি, পাংখোয়া, লুসাই (মিজু), চাক, খুমি, খিয়াং ও ম্রো জনগোষ্ঠীর কোন প্রতিনিধি ভুমি কমিশনে অন্তর্ভক্ত নাই। চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধি থাকতে পারলে অন্য সকল জনগোষ্ঠীর প্রতিনিধি কেন থাকতে পরবেনা ? তাহলে কি পার্বত্য চুক্তির মাধ্যমে কেবলমাত্র তিনটি জনগোষ্ঠীর কাছে পার্বত্য চট্টগ্রাম সরকার কৌশলে লিজ দিয়েছেন! না-কি পাহাড়ের তিনটি জনগোষ্ঠীর সদস্যদের ভুমি সমস্যা আছে, বাকিদের ভুমি সমস্যা নেই ? হতাশার কথা দুঃখজনক হলেও সত্য ২৬ বছরে পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশন আজ পর্যন্ত একটি অভিযোগের ও নিষ্পত্তি করতে পারেনি। অথচ এই কমিশনের উপরে নির্ভর করছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের বাপ-দাদার সম্পদ ফিরে পাওয়ার রায়। এ ভুমি কমিশন আইন প্রবিধান আদৌ কি আলোর মূখ দেখবে পার্বত্যবাসীদের প্রশ্ন থাকাটা স্বাভাবিক। ভুমি কমিশনে যারা সদস্য বিশেষ করে সার্কেল চীফরা ভুমি সমস্যার সমাধানে সহায়তার পরিবর্তে এদের দ্বারাই প্রতিনিয়ত ভূমি সমস্যা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে পাহাড়ের প্রতিটি উপজেলা ভুমি অফিসে কর্মরত চাকমা জনগোষ্ঠীর চেইনম্যান, কানুগো, রেকর্ড কিপারদের কারণে ভুমি নিয়ে জটিলতা কাটছেনা। পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলা ভুমি অফিস থেকে চাকমা জনগোষ্ঠীর লোকজনদের সরিয়ে নিলে এঅঞ্চলের ভুমি সদস্যা অনেক অংশে কমে যাবে বলে অভিজ্ঞাজনদের ধারনা। এছাড়া সার্কেল চীফদের হেডম্যান ও কারবারীগণ শিক্ষিত নয়, তাই তারা ভুমি সংক্রান্ত কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না। বিগত ২৬ বছরে পাহাড়ে ভুমি বিরোধ নিষ্পত্তির পরিবর্তে ভুমি বিরোধ প্রতিনিয়ত ভাবে বেড়েই চলছে। রাঙামাটি টিভি উপকেন্দ্রের পিছনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ভবন নির্মানের জন্য সরকারীভাবে নির্ধারিত জায়গাতে শতশত অবৈধ দখলদার বাড়ীঘর নির্মান করে বসবাস করছে, ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের একটি সিন্ডিকেটের মাধ্যমে চলছে জায়গা কেনা বেচা অথচ সরকারী ভাবে খাস ভুমি ক্রয়-বিক্রয় নিষেধ, তার পরও অবাধে চলছে খাস ভুমি ক্রয়-বিক্রয়। পাহাড়ে বিগত বছরের তুলনায় গত ১৬ বছরে হাজার-হাজার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, রাঙামাটি শহরের ভেদ ভেদী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রয়াত রুহিনী বড়ুয়া জায়গা দখল করে গড়ে তুলা হয়েছে রাঙামাটি পৌর কাঁচা বাজার ও রাসেল স্মৃতি সংসদ তথা আওয়ামীলীগের অফিস।
এছাড়া রাঙামাটিতে কাপ্তাই হ্রদ ও পাহাড় কেটে দুষন এবং দখলের প্রতিযোগিতা থামছে না। যত্রতত্র দখল ও দুষনের কারণে পর্যটন শহর পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে। দখলের প্রতিযোগিতায় রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের দুইপাশ্বে টার্মিনালসহ সরকারি-বেসরকারী কোথাও বাদ পড়েনি। ১৯৬০ সালে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাধ দেয়া হলে ৭২৫ বর্গকিলোমিটার দৈর্ঘ্য কৃত্রিম হ্রদ সৃষ্টি হয় । বর্জ্য ফেলে হ্রদের নাব্যতা কমে গিয়ে পানি ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে, কয়েক দফা উদ্যোগ নিলেও নেই কোন ড্রেজিং করার পরিকল্পনা। পার্বত্য চট্টগ্রাম কাপ্তাই লেকে জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। একইসঙ্গে কাপ্তাই লেকে মাটি ভরাট,দখল, ড্যাম,স্থাপনা অবকাঠামো যেন আর নির্মাণ না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোন প্রতিষ্টান বা সংস্থা কার্যক্রম শুরু করার প্রক্রিয়া চোখে পড়েনি।
উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার, রাঙামাটি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পৌরসভার মেয়র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ব্যবস্থাপক, রাঙামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি), রাঙামাটির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১৭ অক্টোবর-২০২২ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। কাপ্তাই লেকের মধ্যে নির্মিত সকল অবকাঠামো স্থাপনা, ড্যাম ধ্বংস, উচ্ছেদে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং কাপ্তাই লেকের সকল ধরনের দখল, ভরাট,ড্যাম, স্থায়ী ও অস্থায়ী স্থাপনা অপসারণে সকল বিবাদীদের ব্যর্থতা নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন মহামান্য হাইকোর্ট। এসব আওয়ামীলীগ ধামা-চাপা দেয়।
উল্লেখ্য যে, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীতে বাঁধ দেয়া হলে এই বিশাল কৃত্রিম কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়। ১৯৫৬ সালে শুরু হয়ে ১৯৬২ সালে শেষ হয় বাঁধের নির্মাণ কাজ। জল বিদ্যুৎ বাঁধের কারণে ৫৪ হাজার একর কৃষিজমি ডুবে গিয়ে ৭২৫ বর্গকিলোমিটার কৃত্রিম হ্রদ সৃষ্ট্রি হয় । ঐসব এলাকার মোট কৃষি জমি ৪০ শতাংশ। রাঙামাটির বরকল উপজেলার বড় হরিণা এলাকা হচ্ছে বাংলাদেশ প্রান্তে হ্রদের সীমানা লুসাই পাহাড় ঠেগামুখ। এরপর ভারতের মিজোরামেও এর বিস্মৃতি আছে। মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলীর উৎপত্তি।
রাঙামাটির আট উপজেলা ও খাগড়াছড়ির মহালছড়ি এলাকা জুড়ে হ্রদটির অবস্থান। বর্তমানে হ্রদের আয়তন ৬৮ হাজার ৮শ হেক্টর। রাঙামাটি পৌর এলাকায় হ্রদের জায়গা সবচেয়ে বেশি বেদখল হয়েছে। সরকারি প্রতিষ্ঠান গুলোর খাস জমি দখল করে স্থাপনা নির্মান করছে। চাকমা সার্কেল চীফ এক সনের অস্থায়ী লিজ দেয়া হয় চাষাবাদের জন্য কিন্তু অনেকেই চাষাবাদ না করে জলে ভাসা জমির ওপর স্থাপনা নির্মান করে বসে আছে। পার্বত্য চুক্তিতে চাকমা সার্কেল চীফকে এধরনের ক্ষমতা দিয়ে রাষ্ট্রের ক্ষতি সাধন করা হয়েছে। একারণে এসব অবৈধ স্থাপনা বন্ধ করার স্থানীয় প্রশাসনের উদ্দ্যোগ নাই বলে ধারনা করা হচ্ছে।
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সমূহ আলাদা ভাবে প্রনয়ন করা স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠনের আইন থাকলেও স্বৈরাচার হাসিনার সরকার ভোটারদের মূল্যায়ন অগ্রাহ্য করে অন্তর্বতীকালীন পরিষদ গঠন করে রাজনৈতিক নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে।
মহামান্য হাই কোর্ট বলেছেন, পার্বত্য চুক্তি আইন হচ্ছে : দেশের সংবিধান পরিপন্থি এবং বৈষম্যেমূলক আইন।
এছাড়াও প্রত্যকটি পার্বত্য জেলা পরিষদ নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে চালানো হচ্ছে অ-নির্বাচিতদের দ্বারা এদিকে ৩১ জন সদস্যদের পরিবর্তে কখনো ৫ সদস্য, কখনো ১০ সদস্য আবার কখনো ১৫ জন সদস্যদের দিয়ে জেলা পরিষদ গঠন করা হচ্ছে, আইন বা নিয়ম নীতি কোন বলাই নেই।
রাজনৈতিক ক্ষমতার অপ-ব্যবহার করে কেবলমাত্র সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর আত্মীয় হওয়ার সুবাদে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ২০ (বিশ) বছর ধরে চেয়ারম্যান। তাহলে কি বান্দরবান জেলায় বা বান্দরবান আওয়ামীলীগে জনাব ক্যশৈহ্লা ব্যতীত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার মত যোগ্য ব্যাক্তি নাই ?
পার্বত্য চুক্তির আগে ও পরে রেওয়াজ ছিলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হবে একজন চাকমা উপজাতীয় জনগোষ্ঠীর সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হবে একজন উপজাতীয় ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্য কিন্তু সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অযাচায়ীত ভাবে তার ক্ষমতার অপ-ব্যবহার করে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করেন তারই মারমা সম্প্রদায়ের লোকজনকে যাহা পার্বত্য চুক্তির পরিপন্থি এবং বৈষম্যেমূলক । বাঙ্গালী জনগোষ্ঠীর প্রতিনিধি থেকে তিনটি পার্বত্য জেলায় পার্বত্য জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান করার দাবিও দীর্ঘদিনের।
---
স্থানীয় সরকার পরিষদ সর্বপ্রথম চেয়ারম্যান গৌতম দেওয়ান, চেয়ারম্যান পারিজাত কুসুম চাকমা, চেয়ারম্যান রবিন্দ্র লাল চাকমা, (পার্বত্য চুক্তির আলকে) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, চেয়ারম্যান মানিক লাল দেওয়ান, চেয়ারম্যান জগতজ্যোতি চাকমা, চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান বৃষকেতু ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী তো জনাব ক্যশৈহ্লা চেয়ে ভয়ংকর তিনি কাউখালী উপজেলার আওয়ামীলীগ এবং মারমা জনগোষ্ঠীর লোকজন ছাড়া কিছুই বুঝেন না। কয়েকদিন আগে নিজে থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগী একজন অ-নির্বাচিত নেতা হিসাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর নাম রাঙামাটি বাসী অতি সহজে ভুলতে পারবেন না।
রাঙামাটি জেলাবাসির উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখে নিজের পদ থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অংসুইপ্রু চৌধুরী।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে তিনি এই কথা জানিয়েছে।
গত ১৪ ডিসেম্বর ২০২০ সালে নিয়োগ পেয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীন পরিষদ চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে অংসুইপ্রু চৌধুরী বনে যান আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান । রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে অংসুইপ্রু চৌধুরী -দল মত সাম্প্রদায়িকতার উর্ধে উঠতে পারেনি। তার সময় কালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ লুটপাটের সর্বরেকড ভঙ্গ করেছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর ন্যায় বান্দরবান ও খাগড়াছড়ি জেলা পরিষদ সমুহের সদস্যরা আইন-কানুনের তোয়াক্কা না করে যেমন খুশি তেমন করেই চালাচ্ছেন এসব জেলা পরিষদের কার্যক্রম। হাজারো প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির দায়ে অভিযুক্ত জেলা পরিষদগুলো পার্বত্য অধিবাসীদের কাছে নেই কোন জবাবদিহিতা। অ-নির্বাচিত দলীয় আখড়া জেলা পরিষদগুলো যেন এনজিও সংস্থা। লেকচার পিকচার ভাউচার যেন তাদের দৈনন্দিন কাজ। সাধারন জনগণের কাছে বিতরণ করা খাদ্য শষ্য ও নগদ অর্থ বিতরণের মাষ্টার রোল এ সুবিধা ভোগীদের স্বাক্ষর অথবা মোবাইল নাম্বার পর্যন্ত ফাইলে খুঁজে পাওয়া যায় না। এসমস্ত জেলা পরিষদ সমূহ থেকে তথ্য অধিকার আইনে তথ্য চাইলেও পাওয়া যায়না। দুর্নীতি-অনিয়ম কাকে বলে ? তা কত প্রকার এবং কি-কি শিখতে হলে বা দেখতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অন্যতম। কিন্তু অদ্যবধি এদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। দুদক নিরব দর্শক এর ভুমিকায়। তিন জেলার ২৬টি উপজেলার উপজেলা প্রশাসন কেবলমাত্র নিয়ম রক্ষার্থে সাধারন জনগণের সাথে সম্পৃক্ত। এসব উপজেলা পরিষদ কি কাজ করে জনসাধারন জানে না। তিন পার্বত্য জেলার পৌরসভা ও তিন পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদগুলো এখন হয়ে উঠেছে ঠিকাদারদের পুনর্বাসন কেন্দ্র। এদের সাধারন জনগণের সাথে যোগাযোগ নেই বললে চলে। দলীয় পরিচয় ছাড়া সাধারন জনগনের কদর এখন তাদের কাছে নেই।
পার্বত্য চুক্তির আলোকে যে সমস্ত বিভাগ পার্বত্য জেলা পরষদ সমূহে হস্তান্তরিত করা হয়েছে তন্মধ্যে - ১.কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২.জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ৩.মাধ্যমিক শিক্ষা বিভাগ ৪.তুলা উন্নয়ন বোর্ড ৫.জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ৬.পরিবার পরিকল্পনা বিভাগ ৭. প্রাণীসম্পদ বিভাগ ৮.মৎস্য বিভাগ ৯.বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ১০.ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতি ইন্সটিটিউট ১১.জেলা শিল্পকলা একাডেমী ১২.বাজারফান্ড প্রশাসন ১৩.টেক্সটাইল ভোকেশনাল প্রশিক্ষণ ইন্সটিটিউট ১৪.জেলা সরকারী গণগ্রন্থাগার ১৫.যুব উন্নয়ন অধিদপ্তর ১৬.স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৭.আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সটিটিউট (আরপিটিআই) ১৮.জেলা সমাজসেবা বিভাগ ১৯.হর্টিকালচার সেন্টার ২০.জেলা সমবায় বিভাগ ২১. নার্সিং ট্রেনিং ইন্সটিটিউট ২২. স্বাস্থ্য বিভাগ ২৩. জুমচাষ ২৪. কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২৫. জেলা ক্রীড়া অফিস ২৬. পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ব্যতিত ইমপ্রুভমেন্ট ষ্ট্রাষ্ট ও অন্যান্য শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান ২৭. স্থানীয় শিল্প বানিজ্য লাইসেন্স ২৮. জন্ম-মৃত্যু ও অন্যান্য পরিসংখ্যান ২৯. মহাজনি কারবার ৩০. স্থানীয় পর্যটন ইত্যাদি। জেলা পরিষদ সমূহের কাছে হস্তান্তরিত এসব বিভাগ সমূহের কাজ কি ? প্রতিমাসে জেলা পরিষদ সমূহের সাথে মাসিক উন্নয়ন সভা-সমন্বয় সভা ব্যতিত হস্তান্তরিত বিভাগের বেতন ভাতা স্বাক্ষর করা ছাড়া উন্নয়ন বা অগ্রগতি দৃশ্যমান নয়। পার্বত্য চুক্তি করার পর থেকে পার্বত্য অঞ্চলের স্থানীয় মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকুরী পাবে এমন আশা করেছিলো, সমতলে যেখানে তিন লক্ষ টাকা খরচ করে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রার্থী চাকুরী পায়, সেখানে পার্বত্য অঞ্চলে জেলা পরিষদগুলোর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরী পেতে গুনতে হয় আট থেকে দশ লক্ষ টাকা। পার্বত্য চুক্তির পর একটি বারের জন্য চুক্তি সম্পাদনকারী উভয়ে কেউ বলেনি যে, সরকারী চাকুরী পেতে ঘুষ বাণিজ্য বন্ধ করা হোক। উল্টো চুক্তি সম্পাদনকারীদের দলীয় নেতাদের ঘুষ না দিলে মিলেনা চাকুরী। এখানে একটি কথা পরিষ্কারভাবে খোলাসা করা প্রয়োজন- পার্বত্য চুক্তির আলোকে স্থানীয় পার্বত্য অঞ্চলের অধিবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে চাকরী পাওয়ার কথা কিন্তু ঘুষ বাণিজ্য ও আমলাতন্ত্রের জটিলতার কারণে পার্বত্য অঞ্চলের বাহিরের লোকজন চাকুরীর বাজার দখল করে আছে।
---
মূলতঃ ২০০৭ সালের পর থেকে পার্বত্য চুক্তি মুখ থুবরে পরেছে। সরকারের বাস্তবায়নকারীরা সরে গেছে তাদের মূল স্প্রিড থেকে। বৈষম্যমূলক ভাবে করা পার্বত্য চুক্তি বাতিল করা হোক অথবা ভারতের তাবিদার আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা ও পিসিজেএসএস-মূল প্রধান জ্যোতিরিন্দ্রিবোধিপ্রিয় লারমারা মধ্যে করা পার্বত্য চুক্তি সকল কার্যক্রম আন্তর্বর্তীকালিন সরকারের সময়কাল পর্যন্ত বন্ধ রাখার দাবি উঠেছে তা বৈষম্যহীনভাবে বিবেচনা করা যেতে পারে।
পার্বত্য অঞ্চলের মুল সমস্যা হচ্ছে ভুমি সমস্যা যা আজ পর্যন্ত সমধান হয়নি এবং সরকারের নীতি নির্ধারকদের পার্বত্য অঞ্চল নিয়ে মনোভাব, দৃষ্টি পরিবর্তন না হলে পার্বত্য অঞ্চলের ভুমি সমস্যা সমধান হওয়ার সম্ভবনা নাই। পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে এবং সকল সুবিধাভোগী প্রতিষ্ঠান বা প্রশাসনকে সমভাবে মর্যাদা দিয়ে ১৯০০ সালের রেগুলেশন আইন, বাজারফান্ড আইন সম্পুর্ণভাবে বাতিল করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণমূল্যোয়ন এখন প্রয়োজন। একই সাথে পার্বত্য অঞ্চলে দুইটি আইন চলতে পারে না। যে কোন একটি আইন দ্বারা পাহাড়ের জনসাধারনকে শাসন করা হোক। দেশে প্রচলিত অনেক আইনের পরিবর্তন হয়েছে কিন্তু পার্বত্য অঞ্চলে পার্বত্য চুক্তির দোহাই দিয়ে জনসাধারনকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে প্রতিনিয়ত, এক দেশে দুই আইন স্বাধীন বাংলাদেশের সংবিধানের পরিপন্থি।
পার্বত্য অঞ্চলের বিশেষ করে প্রত্যান্ত অঞ্চলের অধিবাসীরা না পারে সইতে না পারে কইতে এমন একটা জীবণ যাপন করছে তাদের কথা যেমন গণমাধ্যমে আসেনা তেমনি মুখ খুললে পরের দিন লাশ পরে থাকে। জিম্মি দশায় রয়েছে পার্বত্য অঞ্চলের সাধারন খেটে খাওয়া অধিবাসীরা। মুক্তি চায় এবং শান্তিতে বাঁচতে চায় পার্বত্য চট্টগ্রামের মানুষ। শনিবার ২রা ডিসেম্বর ২০২৩ সালে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্ণ হয়।
দেশের সংবিধান পরিপন্থি এবং বৈষম্যেমূলক আইনে বিগত ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কিছুই পায়নি বিধায় পাহাড়ে কর্মকান্ড আছে সেই সকল জাতীয়, আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধি এবং পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে কেবল মাত্র কাগজে কলমে নয়, বাসতবসম্মতভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চুক্তি পূর্ণঃ মুল্যায়ন করা এখন পার্বত্যবাসীর প্রাণের দাবি।
পার্বত্য অঞ্চলে সংবাদমাধ্যমের সংখ্যা বেড়েছে কিন্তু সংবাদিকতার মূল কাজ যে পিসিজেএসএস-মূল, সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন ও ক্ষমতাবানদের কাছে প্রশ্ন করার ক্ষমতা বাড়াতে হবে।
প্রয়োজনে বৈষম্যমূলক পার্বত্য চুক্তি বাতিল করে অথবা পূর্ণঃমূল্যায়ন করার লক্ষে পার্বত্য অঞ্চলের জনগণের রায় নেয়ার জন্য গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

লেখক : সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লেখক
তারিখ : ০৭ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি
রাঙামাটি পার্বত্য জেলা।





আর্কাইভ