শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে দায়রা জজ আদালতের আওয়ামীলীগ পন্থি পিপি’র নিয়োগ বাতিল চায় বৈষম্যবিরোধী নাগরিক সমাজ সংবাদের সংশোধনী
রাঙামাটিতে দায়রা জজ আদালতের আওয়ামীলীগ পন্থি পিপি’র নিয়োগ বাতিল চায় বৈষম্যবিরোধী নাগরিক সমাজ সংবাদের সংশোধনী
সংবাদ বিজ্ঞপ্তি :: গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর-পিপি,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর-জিপিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটর-এপিপি) নিয়োগ বাতিল চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর মাধ্যমে আন্তবর্তীকালিন সরকারের আইন ও বিচার বিভাগীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় বৈষম্যবিরোধী নাগরিক সমাজ ।
বৈষম্যবিরোধী নাগরিক সমাজের পক্ষ থেকে দেয়া স্মারকলিপিতে তথ্য বিভ্রাটের কারণে অনাকাংখিতভাবে মাকসুদা হক (পাবলিক প্রসিকিউটর) নামটি চলে আসে এজন্য বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর সমন্বয়ক মো. আনোয়ার আজিম ও সহ সমন্বয়ক জুঁই চাকমা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।