রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদের রক্তভেজা পথে জনগণকে তাদের মুক্তির দিশা খুঁজে নিতে হবে
শহীদের রক্তভেজা পথে জনগণকে তাদের মুক্তির দিশা খুঁজে নিতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বলেছেন, পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এইখানি দেউলিয়া যে, তাদেরকে এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে।তিনি বলেন, চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হবার কোন সুযোগ নেই। তিনি বলেন, হাজারও ছাত্র শ্রমিক জনতার হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার না হলে ‘ ৮৭ সালের শহীদ নূর হোসেন থেকে শুরু করে ২০২৪ এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবেনা। তিনি বলেন,গণহত্যার জন্য দায়ী অনুসোচনাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসারও কোন অবকাশ নেই।
তিনি বলেন গণ আন্দোলন - গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন- আকাংখার সাথে প্রতারণা করা হয়েছে; বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শহীদের রক্তকে ক্ষমতায় যাওয়ার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, নূর হোসেনের জীবনদানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছিল, কিন্তু স্বৈরতন্ত্রের যেমন বিনাশ হয়নি, তেমনি ২০২৪ এর গণঅভ্যুত্থান হাসিনা সরকারকে বিদায় দিয়েছে ; কিন্তু এখনও অগণতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে। তিনি বলেন, শেকড়শুদ্ধ এই ব্যবস্থার মূলোৎপাটন ঘটাতে না পারলে গণতন্ত্র, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবেনা।
তিনি বলেন শহীদদের রক্তভেজা পথেই বাংলাদেশের জনগণকে তাদের অধিকার ও মুক্তির দিশা খুঁজে নিতে হবে।
আজ সকালে শহীদ নূর হোসেন দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর উপস্থিত পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এর আগে শহীদ নূর হোসেনেরবসংগ্রামী স্মৃতির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নূর হোসেন স্কয়ারে নূর হোসেনের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, মীর রেজাউল আলম, ঢাকা মহানগর সদস্য জোনায়েত হোসেন,আরিফুল ইসলামসহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।