সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সিআরবি রাঙামাটি জেলা কমিটির সাথে জেলা প্রশাসক এর সৌজন্য স্বাক্ষাত
সিআরবি রাঙামাটি জেলা কমিটির সাথে জেলা প্রশাসক এর সৌজন্য স্বাক্ষাত
স্টাফ রিপোর্টার :: ১৭ নভেম্বর-২০২৪ রবিবার বিকাল সাড়ে ৫ টায় ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি পার্বত্য জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য স্বাক্ষাত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারাফ হোসেন খান এর সাথে।
এসময় কনজিউমার রাইট্স-সিআরবি’র রাঙামাটি জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহ সভাপতি এডভোকেট মাঈনুল হাসান, সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন,অর্থ সম্পাদক সোহেলী নাজনিন রিয়া, ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সম্পাদক জুঁই চাকমা, শিক্ষা ও স্বাস্থ্য বিষযক সম্পাদক শান্তিপ্রিয় চাকমা, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক, সদস্য কোহিনূর আক্তার নুপুর, মালিকা চাকমা ও কেয়া চাকমা উপস্থিত ছিলেন।