
শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে বন্ধুপ্রতিম ছাত্র ও সামাজিক সংগঠনের ইফতার মাহফিল
রাঙামাটিতে বন্ধুপ্রতিম ছাত্র ও সামাজিক সংগঠনের ইফতার মাহফিল
রাজু :: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শনিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী।
বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি শহীদুল ইসলাম শাফি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাঙামাটি জেলা আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি সদর থানা যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ তানভির, রেড জুলাই আহ্বায়ক তানিম ইয়াদ সদস্য সচিব রায়হান চৌধুরী শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা প্রতিনিধি মুহাম্মদ ইমাম হোসাইন ইমু, সন্ধানী স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি মো. শাফকাতুল ইসলাম, ইশা ব্লাড ব্যাংক রাঙামাটি কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক। এছাড়াও এসএ টিভি ও আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ সুলায়মান, দীপ্ত টিভির প্রতিনিধি আব্দুল হান্নান ও সিএইচটি টিভির এডিটর ইকবাল হোসাইন, জেলা সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাস রেজা, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল, বিশ্ববিদ্যালয় সম্পাদক সোহেল রানা, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক সুবহান মোল্লা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং ন্যায় ও মানবিকতার পক্ষে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মাদ আল শাহরিয়ার তামিম।