শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩ সেপ্টেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ
৩ সেপ্টেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ
আগামীকাল ৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ
ভোটসহ গণতান্ত্রিক অধিকার ও মানুষের বাঁচার জরুরী দাবিতে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামীকাল ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বেলা ১১টায় এই সমাবেশ শুরু হবে।
ভোট প্রদানের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ মতপ্রকাশের পরিপন্থী সকল অগণতান্ত্রিক কালাকানুন প্রত্যাহার, আড়াই কোটি শ্রমজীবী পরিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদান, দেশের সকল নাগরিককে করোনার টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা, বন্যাদুর্গত অঞ্চলে জরুরী সাহায্য ও ত্রাণ-তৎপরতা চালু, ডেঙ্গু নিয়ন্ত্রন এবং দুর্নীতি-লুটপাট বন্ধ এবং রাজনৈতিক বিরোধীদের উপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এই সমাবেশ-বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ও পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশ-বিক্ষোভে অংশগ্রহণ করবেন।