
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ফটিকছড়িতে মা-ভাইয়ের হত্যাকারী ঘাতক ইয়াছিন গ্রেপ্তার
ফটিকছড়িতে মা-ভাইয়ের হত্যাকারী ঘাতক ইয়াছিন গ্রেপ্তার
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে আপন মা এবং ভাই হত্যাকারী ঘাতক মোহাম্মদ ইয়াছিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাতে উপজেলার কাঞ্চননগর থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩ এপ্রিল সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে তার মা জোলেখা খাতুন (৬০) এবং ছোট ভাই মো: মাসুম (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মারা যায়।
নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদ এর ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।
এদিকে ঘাতক ইয়াসিনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভূজপুর থানার সামনে ঘেরাও করতে দেখা যায় স্থানীয় জনতাকে।
পরে আসামী ইয়াসিনকে সেনা, পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন,ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।