
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাউজানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত-৭
রাউজানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত-৭
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হলদিয়া ইউনিয়নের সিন্নি বটতল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছে। গত বুধবার রাতে সংগঠিত এই ঘটনায় আহত প্রবাসী মোহাম্মদ মামুন বৃহস্পতিবার ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেছে। স্থানীয়রা জানিয়েছে এলাকার আধিপত্য নিয়ে প্রবাসী মামুনের সাথে রাশেদের বিরোধ এই সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষে সাতজন আহত হয়েছে।
মামলার বাদি প্রবাসী মামুনের অভিযোগ রাশেদ (৩৭) নামের স্থানীয় এক চাঁদাবাজ তার কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় রাশেদের নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার রাতে এসে তার উপর কিরিচ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এই হামলায় তিনিসহ আহত হয় শাহাজান (৩০), রুবেল (২৮), ইউসূফ (২৬), ইয়াছমিন (৩০) নামের এক গৃহবধু। স্থানীয়রা বলেছেন মামুনের উপর সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে এলাকার মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভিযোগ করা হয়েছে স্বজনরা রক্তাবস্থায় আহতদের উদ্ধার করে টেক্সিযোগে হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের লোকজন আবার পথে আটকিয়ে তাদের উপর কিরিচ নিয়ে হামলা করে। এসময় স্থানীয় ইউছুপ নামের এক ব্যক্তি সন্ত্রাসীদের বাঁধা দিলে তাকেও মারধর করা হয়। টেক্সিটি ভাংচুর করে। হামলার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এলাকার আধিপত্য নিয়ে প্রবাসী মামুন ও রাশেদের বিরোধ থেকে মূলত এই ঘটনার সূত্রপাত।
এবিষয়ে রাউজান থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যপারে মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
যাত্রী বেশে সিএনজি ছিনতাই : গ্রেফতার-২
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা ছিনতাইকারী দু’জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মো. খোকন (৩০) ও মো. আওলাদ হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরের কর্ণফুলী এলাকার মইজ্জ্যারটেক এস.আলম ফ্যাক্টরীর সামনে থেকে যাত্রী বেশে সিএনজি অটোরিকশা ছিনতাইকারীরা ড্রাইভারকে ধারালো ছুরি দিয়ে খুন করার ভয় দেখিয়ে জোরপূর্বক সিএনজি নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাপ্তাই সড়ক দিয়ে পালিয়ে যাচ্ছে এমন তথ্য আসে রাউজান থানা পুলিশের কাছে। এসময় রাউজান খানা পুলিশ উপজেলার বাগোয়ান ইউনিয়নে রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়িসহ দুই আসামীকে গ্রেফতার করে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহযোগী আরও দুজন পলাতক রয়েছে। তাদেরও আটকের চেষ্টা চলছে। প্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাউজানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১২ এপ্রিল উপজেলা পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া এলাকা থেকে মো.রনি নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। রনি ওই এলাকার বখতেয়ার ছেলে। থানা সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইযার নির্দেশে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মামুন ভূঁইয়া ও তার সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া মো.রনি গ্রেপ্তার করা হয়। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রনি রাউজান থানার মামলা নং-১২(৩)২২, জিআর-৫০/২২ এর আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ) এর উপধারায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।