রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়া জেলা মহিলা ফ্রন্টের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা মহিলা ফ্রন্টের কমিটি গঠন
কুষ্টিয়া :: ৩রা সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র অঙ্গ সংগঠন কুষ্টিয়া জেলা মহিলা ফ্রন্টের সম্মেলন শেষে কুমকুম কবীরকে সভাপতি ও ফারজানা ইসলাম বিন্দুকে সাধারণ সম্পাদক, করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সুমি বেগম, সাবিনা ইসয়াসমিন কল্পনা,পান্না বেগম, সহ-সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নুর জাহান বেগম,সহ সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন, প্রচার সম্পাদক তনুশ্রী প্রমুখ।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ । তিনি তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মহিলাদের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলা ফ্রন্টকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়।
বিশেষ অতিথি ছিলেন বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন । তিনি বলেন কুষ্টিয়া জেলা বিএনএফ’র উদ্যোগে ৫০০ জন বেকার যুব মহিলাদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে । প্রথমে তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনএফ’র সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম । দেশ জাতি ও দলের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ও সিনিয়র সহ-সভাপতি মোশারফ হেসেন হুজুর ।