
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাউখালীতে মারমাদের সাংগ্রাই জল উৎসব
কাউখালীতে মারমাদের সাংগ্রাই জল উৎসব
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার কচুখালী যুব সমাজের আয়োজনে মারমাদের সাংগ্রাই উপলক্ষে এক জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার ২০ এপ্রিল দিনব্যাপি কচুখালী শানু বৌদ্ধ বিহার প্রাংগনে অনুষ্ঠিত হয়।
মারমা সম্প্রদায়ের সাংগ্রাই-২০২৫ ইং উপলক্ষে আয়োজিত জল উ?সব প্রাংগনে এক আলোচনা সভা সাংগ্রাই উদযাপন পরিষদের আহবায়ক উক্যজাই কার্বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনয়র যুগ্ম সম্পাদক মো. আলী বাবর,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব সাবেক মেম্বার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাজাইমং মারমা, উপজেলা বিএনপির সহ সভাপতি অর্জুনমনি চাকমা, উপজেলা বিএনপির সহ সভাপতি পাই চিং মং মারমা।
অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা অমরেন্দ্র রোয়াজা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাইসুই মারমা ও উসুইমা চৌধুরী।
এ সময় মংসুই চৌধুরী ডুমং, মিন্টু কান্তি দে, মো. বেলাল উদ্দিন, বিএনপি নেত্রী সাহিদা আক্তার, ছাত্রদল নেতা তারেক হাসান, ছাত্র দল নেতা মো. আলা আমিন, ছাত্র দল নেতা মো. ফিরোজ, ছাত্র দল নেতা মো. নাইম সহ উপজেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মারমা সম্প্রদায়ের শত শত তরুন তরুনী সহ বিভিন্ন সম্প্রদায়ের আগত দর্শনার্থী লোকজন উপস্থিত ছিলেন।
পরে আলোচনাচনা সভা শেষে সানু বৌদ্ধ বিহার প্রাংগনে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উ?সবের জল ছিটিয়ে জল উৎসবের উদ্ভোধন করা হয় এবং মারমা সম্প্রদায়ের শত শত তরুণ তরুণীরা জল উৎসব জল কেলীতে অংশ গ্রহণ করেন।
স্থানীয় মারমা সম্প্রদায়ের ও বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্প্রদায়ের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সাংগ্রাই জলউ?সবে সার্বিক সহযোগিতায় ছিলেন সাংগ্রাই উদযাপন পরিষদের সদস্য সচিব অংশি প্রু চৌধুরী (সাবেক মেম্বার) ও কচুখালী যুব সমাজ।