বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুমিল্লায় পূজা মন্ডপে সাম্প্রদায়িক হামলার ঘটনার নিন্দা
কুমিল্লায় পূজা মন্ডপে সাম্প্রদায়িক হামলার ঘটনার নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড মুজহাদিুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা শিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক আজ ১৩ অক্টোবর ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে কুমিল্লায় বিভিন্ন পূজা মন্ডপে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, অতীতে বিভিন্ন সময়ে যেমন নানা অজুহাত তৈরি করে সংখ্যালঘুদের উপর মালা-নির্যাতনের ঘটনা ঘটেছে তেমনি এবারেও পূজা মন্ডপে কল্পিত কোরান শরীফ এর অবমাননা করছে এ গুজব ছড়িয়ে বিভিন্ন পূজা মন্ডপে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ কুমিল্লায় পূজা মন্ডপে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সারদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।