শুক্রবার ● ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কর্তৃত্ববাদী শাসন আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে : সাইফুল হক
কর্তৃত্ববাদী শাসন আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে : সাইফুল হক
ঢাকা :: আজ সকালে ঢাকার আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল প্রতিনিধি সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজনৈতিক ইন্ধন ও মদদ ছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না। ক্ষমতার পিছনে মানুষের ভোটের ম্যান্ডেট না থাকায় গদি রক্ষার প্রয়োজনে সরকার এখন আত্মঘাতী দ্বিমুখী নীতি গ্রহণ করেছে।একদিকে তারা মুক্তি যুদ্ধের চেতনার কথা বলছে,আর অন্যদিকে সামপ্রদায়িক মতাদর্শ ও রাজনীতিকে মদদ দিয়ে চলেছে।
তিনি বলেন, সরকারের এই নীতিহীন আত্মঘাতী নীতি - কৌশলের অসহায় শিকার হচ্ছে ধর্মীয় সংখালঘুসহ সাধারণ মানুষ। বিভক্তি বিভাজন আর সহিংস এই রাজনীতির কারনে শ্রমজীবী মানুষের বাঁচার গনতান্ত্রিক দাবিসমূহ হারিয়ে যায়।
তিনি বলেন, করোনা দূর্যোগে শ্রমজীবী মানুষ আরও নিঃস্ব হয়েছে; ভোটের অধিকার না থাকায় তারা রাজনৈতিকভাবেও গুরুত্ব হারিয়েছে।সহকার ও মালিকেরা শ্রমিকদেরকে উৎপাদন যন্ত্রের বেশি কিছু মনে করে না।
তিনি অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শাসন ও হিংসা - ঘৃণার সাম্প্রদায়িক রাজনীতিকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার জন্য পার্টির নেতা কর্মী সহ দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
আশুলিয়ার শ্রীপুরে পার্টি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কৃষক নেতা সিকদার হারুন রশীদ মাহমুদ , ডা. মনোয়ার হোসেন , নাঈম খান, আবদুল হালিম, খোরশেদ আলম ও এম এ আউয়াল প্রমুখ।
সভায় বহ্নিশিখা জামালী বলেন করোনায় জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখলেও শ্রমিকরা তার কোন প্রতিদান পায়নি। তারা এখনও গণতান্ত্রিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত। তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকশ্রেণীকে রাজনৈতিক ভাবে সংগঠিত হবার আহবান জানান।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 