রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি » জুতার কারখানায় আগুনে পুড়ে ৫ শ্রমিকের মৃত্যু নিছক কোন দুর্ঘটনা নয় : আবু হাসান টিপু
জুতার কারখানায় আগুনে পুড়ে ৫ শ্রমিকের মৃত্যু নিছক কোন দুর্ঘটনা নয় : আবু হাসান টিপু
সোয়ারীঘাটের জুতার কারখানায় আগুনে পুড়ে পাঁচজন শ্রমিকের মৃত্যুর জন্য সরকার ও সরকারী বিভিন্ন দপ্তরসহ কারাখানা মালিকের অতি মুনাফার লালসা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু।
এক বিবৃতিতে তিনি বলেছেন, সম্প্রতিকালের নারায়গঞ্জের সেজান জুস এর অগ্নিকান্ডের ঘটনার মতোই এটিও নিছক কোন দুর্ঘটনা নয় বরং এটি মালিক ও সরকার প্রশাসনের গাফিলতিজনিত কাঠামোগত হত্যাকান্ড। একটি কারখানা করতে হলে ২৩ ধরনের প্রতিষ্ঠানের অনুমতি লাগে অথচ সম্পুর্ণ বেআইনীভাবে, শ্রম আইন-শিল্প আইন লংঘন করে বছরের পর বছর প্রতিষ্ঠানটির মালিক সরকার প্রশাসনের নাকের ডগায় দিব্যি কারখানা চালিয়ে আসছে। ফলে এই ঘটনার দায় কোন মতেই সরকারী বিভিন্ন দপ্তর ও সরকার এড়াতে পারে না।
আবু হাসান টিপু এই হত্যাকান্ডের জন্য দায়ী রোমানা রাবার ইন্ডাস্ট্রিজের মালিক ও কল কারখানা পরিদর্শক, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবী করেন। একই সাথে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে আইএলও কনভেনশন এর ১২১ ধারা অনুযায়ী আজীবন আয়ের সমান অর্থাৎ ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান, আহতদের উন্নত চিকিৎসা-পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।