বৃহস্পতিবার ● ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির কারণে কৃষি ও কৃষক মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে
ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির কারণে কৃষি ও কৃষক মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে
বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সিকদার হারুন রশীদ মাহমুদ আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন , কেরোসিন ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে কৃষক , কৃষি ও গ্রামীণ খাত মারাত্মক বিপর্যয়ের মধ্যে পতিত হবে।
তারা বলেন , দেশের কৃষির ৯৯.৭৩ ভাগ ডিজেলের উপর নির্ভরশীল।দেশের গভীর, অগভীর নলকুপ তথা গোটা সেচ ব্যবস্থা ডিজেলনির্ভর।এখন আকস্মিকভাবে জ্বালানির এই মূল্যবৃদ্ধির কারণে কৃষি উৎপাদন তথা দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রও চরম ঝুঁকির সম্মুখীন হবে।
নেতৃবৃন্দ বলেন,দেশে কৃষি কৃষকদের জন্য এখন আর লাভজনক কোন ক্ষেত্র নয়।কৃষককে অনেকটা বাধ্য হয়েই উৎপাদন অব্যাহত রাখতে হয়।একদিকে কৃষি উপকরণের দাম বৃদ্ধি আর অন্যদিকে কৃষিপণ্যের ন্যায্য ও লাভজনক বাম না পাওয়ায় কৃষকদেরকে লোকসান গুণতে হয়।এখন ডিজেল, কেরোসিনসহ জ্বালানি তেলের এই মুল্যবৃদ্ধি উৎপাদক কৃষকদেরকে সর্বশান্ত করে দেবে।
তারা উল্লেখ করেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অভিঘাত হবে বহুমুখী। এর বড় ভুক্তভোগী হবে কৃষকসহ গ্রামীণ জনগণ।
তারা বলেন জনগণ, বিশেষ করে কৃষকদের প্রতি দায়বদ্ধ কোন সরকার এই ভাবে একতরফা স্বেচ্ছাচারী পদক্ষেপ নিতে পারে না।তারা বলেন গত কবছরে সরকার যে বিশাল অংকের টাকা জ্বালানি খাত থেকে লাভ করেছে তা থেকে কিছু ভর্তুকি দেলে জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন হবে না।
তারা অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই ভূল ও উৎপাদন বিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।