শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইয়াবাসহ রাঙামাটিতে মাদক ব্যবসায়ী মহসিন আটক
ইয়াবাসহ রাঙামাটিতে মাদক ব্যবসায়ী মহসিন আটক
স্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ এর সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে রাঙামাটি কোতোয়ালি থানার রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মো. মহসিনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ মো. মহসিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১০ (ক) ধারায় রাঙামাটি কোতোয়ালি থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-০৯/২০২২ তারিখ ১৮/০২/২০২২ ইংরেজি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।