বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » হালদা নদীতে ডিম পাড়তে শুরু করেছে মা মাছ
হালদা নদীতে ডিম পাড়তে শুরু করেছে মা মাছ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম দিতে শুরু করেছে মা মাছ। নদীর বিভিন্ন জায়গায় রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ জাতীয় মাছেরা নমুনা ডিম ছেড়েছে। গত ১৬ মে সোমবার ভোর থেকে মা মাছ গুলো ডিম দিতে শুরু করেন। এসময় নদীর দুই পাশে জেলেরা উৎসব মুখর পরিবেশ নমুনা ডিম সংগ্রহ করতে দেখা যাই। তবে বজ্রপাতসহ বৃষ্টি হলে এই নদীতে পুরোদমে ডিম ছাড়া শুরু করবেন মা জাতীয় মাছ গুলো।
এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, সোমবার ভোর রাত থেকে মা মাছ নমুনা ডিম দিতে শুরু করেন। এছাড়া গত শনিবার ও রোববার রাতে জোয়ারের শেষে কিছু কিছু মা মাছ নমুনা ডিম দেন। তবে সোমবার ভোর থেকে গত দুই দিনের তুলনায় বেশি পরিমাণে ডিম পাড়তে শুরু করেন মা মাছ। সকাল থেকে দেখা যাই রাউজান-হাটহাজারী উপজেলার হালদা নদীর দুই পাশের জেলেরা ডিম সংগ্রহ করতে তারা জানান প্রায় আধা কেজি মতো করে ডিম সংগ্রহ করতে পেরেছেন তারা। এবিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা, জোনায়েদ কবির সোহাগ জানান, ভোর রাত থেকে নদীতে ডিম দিতে শুরু করেন মা জাতীয় মাছ। আমার বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। জেলেরা ছোট ছোট নৌকা করে মা মাছের নমুনা ডিম সংগ্রহ করতে। এছাড়া নদী থেকে সংগ্রহ করা ডিম গুলো জেলেরা হ্যাচারিতে নিয়ে সংরক্ষণ করেছে।