রবিবার ● ১৭ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » চুরির প্রস্তুতিকালে কেপিএমের ভবন থেকে আটক-২
চুরির প্রস্তুতিকালে কেপিএমের ভবন থেকে আটক-২
কাপ্তাই প্রতিনিধি :: চন্দ্রঘোনাস্থ কেপিএম আবাসিক এলাকার ব্রিকফিল্ডের পরিত্যক্ত ভবন থেকে চুরির প্রস্তুতিকালে দুই চোরকে কেপিএম ডিসিএল বাংলো ক্যাম্পের পুলিশ সদস্যরা আটক করেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার সময় স্থানীয় জনতার সহযোগীতায় তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলো- নাম মোঃ সেলিম (৩৫), পিতা- বাচ্চু মিয়া ও মোঃ সবুজ (৩২) পিতা- জাফর আহামেদ। তারা চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা মাঝিরঘোনা ও পুকুর পাড় এলাকার বাসিন্দা। কেপিএম ডিসিএল বাংলো পুলিশ ক্যাম্পের ইনচার্জ দীপক বড়ুয়া জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টা ৩০ মিনিটের মিনিটের সময় কেপিএমের ব্রিকফিল্ড মাঠ সংলগ্ন পরিত্যক্ত ভবনের ভিতরে চুরি করার শব্দ শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত তিনি ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং স্থানীয় জনতার সহযোগীতায় পরিত্যক্ত ভবন থেকে দু’চোরকে আটক করলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তারা ওই পরিত্যক্ত ভবনে ডুকে মোটর চুরির প্রস্তুতি নিচ্ছিল বলে স্থানীয়রা জানায়।
এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকায় গত কিছুদিন ধরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে কেপিএমের কবরস্থান সংলগ্ন এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় চোরেরা। এতে দু’দিন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।